1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৫ দিনের মধ্যে মন্ত্রীদের সম্পদের হিসাব দিতে বলা হয়েছে

২০ মার্চ ২০১১

অবশেষে মন্ত্রীদের সম্পদের হিসাব দেয়ার জন্য তাদের চিঠি দেয়া হয়েছে৷ ১৫ দিনের মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগে এই হিসাব জমা দিতে হবে৷

https://p.dw.com/p/10cz6
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতছবি: Samir Kumar Dey

মন্ত্রী ছাড়াও সরকারের উপদেষ্টা ও সংসদ সদস্যদেরও সম্পদের হিসাব দিতে হবে৷ নির্ধারিত ছকে এই হিসাব দিতে হবে আগামী ১৫ দিনের মধ্যে৷ আর বিচারপতিদের সম্পদের হিসাবের জন্য প্রধান বিচারপতিকে চিঠি দেয়া হবে৷ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ সকালে ঢাকায় এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়ে বলেন, এজন্য চিঠি প্রস্তুত করা হয়েছে৷ বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে মন্ত্রীদের সম্পদের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়েছে৷

গতসপ্তাহে অর্থমন্ত্রী সংসদে বলেছিলেন, মন্ত্রী-এমপিদের অবশ্যই সম্পদের হিসাব জমা দিতে হবে৷ তিনি তাঁর কথা অনুযায়ী শেষ পর্যন্ত সম্পদের হিসাব চেয়ে মন্ত্রী-এমপিদের চিঠি দিলেন৷

মহাজোট সরকারের নির্বাচনি ইশতেহারে মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব প্রকাশের কথা বলা হয়েছিল৷ তবে দেরীতে হলেও এ উদ্যোগ নেয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় রাজনীতির বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷

তবে তিনি মনে করেন, মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব নেয়াই বড় কথা নয়৷ তা জনগণকে জানতে দিতে হবে বা জনসম্মুখে প্রকাশ করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই