1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০১০১০ দিবসে বিয়ের হিড়িক

১০ অক্টোবর ২০১০

বিএনপি নেতার মৃত্যু নিয়ে তোলপাড় নাটোর৷ রোববার পূর্ণদিবস হরতাল৷ রয়েছে পার্বত্য চট্টগ্রামে বন্দুকযুদ্ধের খবর৷ আর ১০১০১০ দিবসে বিয়ের হিড়িক নিয়ে বিশেষ প্রতিবেদন৷ এসবই গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে৷

https://p.dw.com/p/PaOn
ছবিটি ০৯০৯০৯-এর৷ আজও ঘটবে এমনটা (ফাইল ফটো)ছবি: AP

নাটোরে হরতাল

‘থমথমে নাটোর, আজ হরতাল' - দৈনিক প্রথম আলোর শিরোনাম এটি৷ নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতা সানাউল্লাহ নূর হত্যাকাণ্ডের পর সেখানকার পরিস্থিতি থমথমে৷ আজ রোববার পূর্ণদিবস হরতাল নাটোরে৷ বিএনপি'র এই নেতাকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে৷ খোদ এক আওয়ামী লীগ নেতার বয়ানই প্রকারান্তরে এই অভিযোগকে সত্য প্রমাণ করছে বলে দাবি প্রথম আলোর৷ একই বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘সানাউল্লাহ হত্যা: ২৭ জনের বিরুদ্ধে মামলা'৷ নিহত বিএনপি নেতার স্ত্রী মহুয়া নূর শনিবার গভীর রাতে ২৭ জনকে আসামি করে মামলা করেছেন৷ এদিকে শুক্রবার শত শত মানুষের সামনে এই হত্যাকাণ্ডের সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছে বিএনপি৷

অশান্ত পার্বত্য চট্টগ্রাম

দৈনিক ইত্তেফাক পার্বত্য চট্টগ্রামে আরো সহিংসার খবর দিয়েছে৷ শিরোনাম, ‘পাহাড়ে আবার অশান্তি'৷ শনিবার রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে দু'জন৷ ইত্তেফাকের দাবি, পার্বত্য শান্তিচুক্তি সমর্থক জনসংহতি সমিতি এবং শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ সদস্যদের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয়৷ তবে ইউপিডিএফ এই বন্দুকযুদ্ধের কথা অস্বীকার করেছে৷

নিম্নচাপে আরো প্রাণহানি

দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘প্লাবন ও ঝড়ে আরো আটজনের প্রাণহানি'৷ নিম্নচাপ কেটে গেছে, কিন্তু আবহাওয়া এখনো স্বাভাবিক হয়নি৷ দুর্যোগ কবলিত এলাকাগুলোর হাজার হাজার মানুষ এখন অসহায় জীবনযাপন করছে৷ দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘উপকূলে ৪৯০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙ্গে গেছে৷'

১০১০১০ দিবস

‘সেই ১০-১০-১০ দিবস আজ' - শিরোনাম দৈনিক প্রথম আলোর৷ প্রতি একশ বছর পর দেখা মেলে এমন দিনের৷ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার হাজার হাজার তরুণ-তরুণী বিয়ে করছে আজ৷ এই দিনে বিয়ে করলে জীবনে মঙ্গল বয়ে আসবে বলেও বিশ্বাস করেন অনেকে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়