1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হয়রানির কারণে স্যোশাল মিডিয়া ছাড়ছে মেয়েরা

৫ অক্টোবর ২০২০

স্যোশাল মিডিয়ার ব্যবহার বাড়ার সাথে সাথে মেয়েদের হয়রানি, নিপীড়নও বাড়ছে৷ ২২টি দেশের স্যোশাল মিডিয়া ব্যবহারকারী শতকরা ৬০ ভাগ মেয়ে হয়রানির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়ছেন৷

https://p.dw.com/p/3jSZ1
ছবি: Getty Images/I. Fassbender

প্ল্যান ইন্টারন্যাশনালের এক গবেষণায় এ তথ্য জানানো হয়৷

২২টি দেশের মেয়েদের নিয়ে করা একটি সমীক্ষায় দেখা গেছে যে, প্রায় শতকরা ৬০ ভাগ অল্প বয়সি মেয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে নিপীড়ন বা হয়রানির মুখোমুখি হয়েছে৷ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে ফেসবুকে, এর পরে রয়েছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপচ্যাট৷

প্ল্যান ইন্টারন্যাশনাল পরিচালিত এই সমীক্ষায় ২২টি দেশের ১৫ থেকে ২৫ বছর বয়সি মোট ১৪,০০০ মেয়ে অংশ নিয়েছে ৷ গবেষকরা ভুক্তভোগী অনেকের খুঁটিনাটি বিষয়ে সাক্ষাৎকারও নিয়েছেন ৷ জরিপে অংশ নেয়া দেশগুলোর মধ্যে ব্রাজিল, বেনিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতও রয়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার যারা হয়েছেন, তাদের মধ্যে শতকরা ৩৯ জন ফেসবুকে এবং বাকিরা ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, টুইটার ও টিকটকের মাধ্যমে৷

আপত্তিকর ভাষা ব্যবহার, বিব্রতকর কথাবার্তার কারণে অনেকে স্যোশাল মিডিয়ার ব্যবহার বন্ধ করে দিয়েছে বা খুবই কম ব্যবহার করছে৷ অংশগ্রহণকারীদের ২২ শতাংশ জানিয়েছেন, তারা শারীরিক নির্যাতনের ভয়ে স্যোশাল মিডিয়া থেকে দূরে সরে গেছেন৷ সংখ্যালঘু, জাতিগত বৈষম্য বা অন্যান্য সম্প্রদায়ের অন্তর্গত মেয়েদের ক্ষেত্রে হয়রানির ঘটনা অনেক বেশি ঘটে থাকে বলেও গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে৷

প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও অ্যান-বির্গিট আলব্রেক্টসেন বলেন, ‘‘অনলাইনে হয়রানি শারীরিকভাবে না হলেও এতে মেয়েরা ভয়ে থাকে, যা তাদের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে৷’’ তাঁর মতে, মেয়েদের নিজেদেরই আত্মবিশ্বাসের সাথে অনলাইন সহিংসতাকে মোকাবেলা করতে হবে৷

যদিও ফেসবুক এবং ইনস্টাগ্রাম এ ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে৷ তবে সমীক্ষায় দেখা গেছে, কোনো কিছুই এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের হয়রানি বন্ধ করতে পারেনি৷

টানিকা গডবোল/এনএস