1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হৃদরোগের ঝুঁকি খাটোদের বেশি

১৩ জুন ২০১০

খাটো মানুষদের দুর্ভাবনা আরো বেড়ে গেলো৷ কারণ তাদের নাকি হৃদরোগের ঝুঁকি বেশি৷ সাম্প্রতিক এক গবেষণা দিচ্ছে এ তথ্য৷

https://p.dw.com/p/NpV3
হৃদরোগের ঝুঁকি খাটোদের বেশিছবি: Johannes Marburg

মানুষের উচ্চতার সঙ্গে হৃদরোগের সম্পর্ক নিয়ে গবেষণা হয়েছে বিস্তর৷ গত ৬০ বছরে বিশ্বজুড়ে পাওয়া গেছে এ ধরনের ২০ হাজার প্রতিবেদন৷ যদিও একেকটির ফল একেক রকম৷ তবে বুধবার ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল'এ প্রকাশিত প্রতিবেদনে ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ টেম্পেরে'র গবেষকরা দাবি করছেন, তাঁরা একটা সম্পর্ক খুঁজে পেয়েছেন৷

৩০ লাখ লোকের ওপর গবেষণা চালিয়ে তাঁরা দেখেছেন, ৫ ফুট ৫ ইঞ্চির কম লম্বা পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এর বেশি উচ্চতার পুরুষদের চেয়ে ৫০ শতাংশ বেশি৷ আর নারীদের ক্ষেত্রে ঝুঁকিতে আছেন তারা, যাদের উচ্চতা ৫ ফুটের চেয়ে কম৷

Grafik Herzkranzgefäße Kreislaufsystem
ছবি: picture alliance/OKAPIA KG

নতুন গবেষণার জন্য আগের ৫২টি প্রতিবেদনও ব্যবহার করেছেন ফিনল্যান্ডের গবেষকরা৷ পুলা পাজানেনের নেতৃত্বে চালানো এ গবেষণা নিয়ে ফিনল্যান্ডের হেলসিঙ্কি ইউনিভার্সিটির অধ্যাপক জাক্কো টোমিলেহেটো বলেন, ‘‘ফলাফল একই পাওয়া গেছে৷ এর অর্থ কম উচ্চতার সঙ্গে হৃদরোগের সম্পর্ক আছে৷'' তবে এর সঙ্গে শারীরবৃত্তীয় কিংবা পরিবেশগত অথবা জীনগত অন্য কোনো কারণ জড়িত কি না, তা প্রতিবেদনে সুস্পষ্ট নয় বলে মত প্রকাশ করেন তিনি৷

এমনও মত আছে, খাটো মানুষদের করোনারি ধমনী ছোট৷ গর্ভে থাকাবস্থায় কোনো ধরনের সংক্রমণ কিংবা ছোটবেলায় পুষ্টির অভাব, তা আরো সংকীর্ণ করে তুলতে পারে – যা বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি৷ অবশ্য পাজানেন মনে করছেন, প্রতিটি মানুষের গঠন ও চরিত্রের বৈশিষ্ট্য নির্ধারক জীনই এর জন্য দায়ী হতে পারে৷

তবে খাটোদের জন্য কিছুটা সান্ত্বনার বাণীও দিয়েছেন ফিনল্যান্ডের গবেষক দল৷ পাজানেন বলছেন, কম উচ্চতা হৃদরোগের ঝুঁকি বাড়ানোর একটি কারণ হতে পারে৷ আর এর ওপর কারো হাত নেই৷ তবে ওজন ঠিক রেখে, ধূমপান না করে আর নিয়মিত শরীর চর্চা চালিয়ে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব৷ আর লম্বাদের প্রতি তাঁর সাবধান বাণী, এত খুশি হওয়ার কিছু নেই৷ কারণ লম্বা হলেই যে হৃদরোগ হবে না, এমনটা ভাবা হবে বোকামি৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন