1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হু জিনতাও’র ফ্রান্স সফরে বাণিজ্যই আসল

৫ নভেম্বর ২০১০

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং তাঁর প্রতিনিধি দলকে প্যারিসে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন৷ তিন দিনের সফরের শুরুতেই নানা খাতে ২০ বিলিয়ন ডলারের চুক্তি করেছেন হু জিনতাও৷

https://p.dw.com/p/PzD6
হু জিনতাও’র সঙ্গে নিকোলা সার্কোজিছবি: AP

আলোচনায় জি ২০

দু'দেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা দেখা যাচ্ছে জি ২০ সম্মেলন নিয়ে৷ নভেম্বরের ১২ তারিখ থেকে জি ২০ প্রেসিডেন্সির দায়িত্ব নেবে ফ্রান্স৷ এই সময়ে চীনের সঙ্গে দৃঢ় সম্পর্ক চান সার্কোজি৷ হু জিনতাও'র সফরের প্রাক্কালে তাই সার্কোজি'র বয়ান, ‘চীনকে কোন হুমকি নয় বরং সম্ভাবনা হিসেবে দেখা উচিত'৷

বলাবাহুল্য দক্ষিণ কোরিয়ায় জি২০ সম্মেলনে মুদ্রার মান নিয়ে চীন একটু কোনঠাসা অবস্থায় থাকবে মনে হচ্ছে৷ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব চীনের ওপর খানিকটা চাপ প্রয়োগ করবে৷ কেননা অভিযোগ রয়েছে, চীন কৃত্রিমভাবে তার দেশের মুদ্রার মান কমিয়ে রেখেছে৷ রপ্তানি বাজারে আধিপত্য বজায় রাখতেই চীনের এই সিদ্ধান্ত৷ কিন্তু এক্ষেত্রে ফ্রান্স চীনকে কতটা সমর্থন দেবে তা এখনই বলা মুশকিল৷

Luftfahrtschau in Farnborough Airbus 380
এয়ারবাসের কাছ থেকে ১০২টি বিমান কিনবে চীনা এয়ারলাইন্সছবি: AP

২০ বিলিয়ন ইউরো'র চুক্তি

হু জিনতাও প্যারিসে পৌঁছার পর থেকেই লাভে রয়েছে ফ্রান্স৷ চীনের বিমান সংস্থাগুলো এয়ারবাসের কাছ থেকে ১০২টি বিমান কেনার ঘোষণা দিয়েছে, এই চুক্তির মূল্যমান ১৪ বিলিয়ন ডলার৷ চুক্তি হয়েছে দু'দেশের জ্বালানি খাতে৷ চীনের তিনটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তির ঘোষণা দিয়েছে অ্যালকাটেল-লুসেন্ট৷ এর বাইরে স্থানীয় পর্যায়ে আরো ৫০০ মিলিয়ন ইউরো'র বাণিজ্যের কথা শোনা যাচ্ছে৷

আলোচনায় নেই মানবাধিকার

অর্থনৈতিক আলোচনার স্বার্থে মানবাধিকার ইস্যুকে দু'দেশের মধ্যকার আলোচ্যসূচির বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সার্কোজি৷ এমনকি শান্তিতে নোবেল জয়ী কারাবন্দি চীনা মানবাধিকার কর্মী লিউ জিয়াওবো'র পক্ষেও কথা বলছেন না ফরাসি প্রধান৷ এই নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন সার্কোজি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই