1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিন্দি ছবি করতে চান মিস ইউনিভার্স নাভারেতে

৩১ জানুয়ারি ২০১১

সুযোগ পেলে হিন্দি ছবি করবেন, জানিয়ে দিলেন বর্তমান মিস ইউনিভার্স জিমেনা নাভারেতে৷ আসছে সপ্তাহে দশদিনের সফরে ভারত আসছেন এই বিশ্ব সেরা সুন্দরী৷ তার আগেই বললেন, বলিউড নায়কদের নাকি তাঁর কাছে দারুণ হ্যান্ডসাম লাগে৷

https://p.dw.com/p/107ai
মিস ইউনিভার্স জিমেনা নাভারেতেছবি: AP

এর আগে কখনো ভারতে আসেননি মেক্সিকোর এই সুন্দরী৷ বরাবরই ভারত বিশেষ করে বলিউড আর মশলা মাখানো খাবার তাঁর দারুণ প্রিয়৷ একমাত্র নমস্তে, এই শব্দটি ছাড়া আর কোন হিন্দি বলতে পারেন না, তা সত্ত্বেও বলিউডের ছবি কিন্তু তাঁকে সমানে টানে৷ বলিউডের সুদর্শন হিরো সালমান খানের সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ হয়েছে জিমেনা নাভারেতের৷ আর সিনেমাতে তো বাকিদের দেখেছেন৷ তাতেই বলিউড তারকাদের দেখে মুগ্ধ নাভারেতে৷ তাই ২২ বসন্তের এই তরুণীর আগ্রহ সুযোগ পেলে বলিউডে ছবি করবেন তিনি৷ এবং এজন্য দরকার পড়লে হিন্দিটাও শিখে ফেলার আগ্রহ রয়েছে তাঁর৷

Beschluss zu Ausweitung des Kampfes gegen den Terrorismus
সালমানের সঙ্গে পরিচয় হয়েছে নাভারেতেরছবি: picture-alliance/dpa/Pakistan Army Forces-Anadolu Agency

তবে জেমিনা নাভারেতে ভারতে আসছেন বলিউড ছবির জন্য নয়, বরং কন্যা শিশুদের রক্ষা করার জন্য৷ কন্যা শিশুদের প্রতি ভারতে যে বৈষম্য করা হয় সেই ব্যাপারে সচেতনতা তৈরি করতে তিনি ভারতে আসবেন৷ তিনি বলেন, সমাজে যেসব অবিচার হয়ে থাকে সেগুলোর ব্যাপারে জনসচেতনতা তৈরি করার জন্য মিস ইউনিভার্স হিসেবে আমার দায়িত্ব রয়েছে৷ যদি কন্যা শিশুদের হত্যা করা হয় তাহলে গোটা মানব জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে৷ উল্লেখ্য, বিশ্বব্যাপী এইডস সচেতনতা তৈরি করতে মিস ইউনিভার্স জিমেনা নাভারেতে জাতিসংঘের দূত হিসেবেও কাজ করছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য