1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিটলার-প্রশস্তিগীতি এখনো যার সংগ্রহে আছে

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৫ মার্চ ২০১৯

প্রখ্যাত এনটিক্যুয়েরিয়ান নির্মল কুমারের পুত্র অলোক কুমার৷ পিতার অবর্তমানে সেই সংগ্রহশালা তিনি কেবল রক্ষণাবেক্ষণই করছেন না, সেই সংগ্রহশালাকে আরো এগিয়ে নিয়ে চলেছেন৷ তাঁর এই সংগ্রহশালায় আছে দুষ্প্রাপ্য হিটলার-প্রশস্তিগীতি, যা হিটলারের পতনের পর পুড়িয়ে ফেলার হুকুম হয়েছিল৷

https://p.dw.com/p/3Fe8q

আরও আছে কালীঘাট পটের অনুকরণে জার্মান শিল্পীর আঁকা ভারতীয় দেবদেবীর পট, উনিশ শতকে জার্মানি থেকে আসা পোর্সেলিনের তৈরি ভারতীয় দেবদেবীর মূর্তি, এবং প্রখ্যাত জার্মান শিল্পী ড‍্যুরার -এর আঁকা সেলফ পোর্ট্রেট এবং লিথোপ্রিন্ট৷