1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মাইন কাম্ফ’ নিষিদ্ধের দাবি

ক্রিস্টোফ স্ট্রাক/আরবি২৮ সেপ্টেম্বর ২০১৪

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইহুদি সম্প্রদায়ের ওয়ার্ল্ড কংগ্রেসে হিটলারের জাতিবিদ্বেষমূলক বই ‘মাইন কাম্ফ’ বা ‘আমার সংগ্রাম’-এর পুনঃপ্রকাশ বন্ধ করে দেয়ার জন্য দাবি করা হয়৷ জার্মানিতে আজও এ বই নব্য নাৎসিদের উদ্দীপনা জাগায়৷

https://p.dw.com/p/1DM12
Afghanistan - Adolf Hitler Mein Kampf
কাবুলে বিক্রি হচ্ছে ‘মাইন কাম্ফ’ছবি: picture-alliance/dpa

২০১৫ সালের শেষ নাগাদ শেষ হয়ে যাবে ‘কপিরাইটের' মেয়াদ৷ ইহুদি কংগ্রেসে বলা হয়, এই রচনাটি চরম ইহুদি বিদ্বেষমূলক এবং ইতিহাসের বিশাল গণহত্যায় প্রেরণা জাগিয়েছে৷ আজও বিশ্বের বিভিন্ন দেশে নব্য নাৎসিরা তাদের বর্ণবৈষম্যমূলক প্রচারণার ক্ষেত্রে এই বই-এর সহায়তা নিয়ে থাকে৷ জাতিভেদের ব্যাপারে যুক্তি উত্থাপন করে থাকে৷

জার্মান-ইহুদি-কেন্দ্রীয় পরিষদের প্রাক্তন প্রধান শারলটে ক্নোবলখ এই প্রসঙ্গে বলেন যে, তিনি হিটলারের ‘মাইন কাম্ফ' পুনঃপ্রকাশের কঠোর বিরোধী৷ জার্মানিতে এই বই-এর কপি ও প্রচার করাও নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানান তিনি৷

Charlotte Knobloch
জার্মান-ইহুদি-কেন্দ্রীয় পরিষদের প্রাক্তন প্রধান শারলটে ক্নোবলখছবি: Getty Images

বইটির মুদ্রণ ও বিক্রি নিয়ে অনেক বছর ধরে জার্মানিতে বিতর্ক চলে আসছে৷ সাংসদ, ইহুদিদের কেন্দ্রীয় পরিষদ ও ইতিহাসবিদরা বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন৷

সাধারণত লেখকের মৃত্যুর ৭০ বছর পর কপিরাইটের মেয়াদ শেষ হয়ে যায়৷ এই নিয়ম অনুযায়ী ইউরোপব্যাপী ‘মাইন কাম্ফ'-এর কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে ২০১৫ সালের শেষ নাগাদ৷ এরপর যে কেউ এটি ছাপাতে পারে৷

সম্প্রতি রাজ্যের আইনমন্ত্রীদের এক সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়৷ এতে সিদ্ধান্ত নেওয়া হয়, সংখ্যালঘু ও বর্ণবৈষম্যমূলক বই পুস্তক ও লেখালিখির ব্যাপারে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ যার মধ্যে এই বইটিও পড়ে৷

Werbung - Adolf Hitler Mein Kampf
হিটলারের বইয়ের বিজ্ঞাপন (ফাইল ফটো)ছবি: picture alliance/Mary Evans Picture Library

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির দক্ষিণে অবস্থিত বাভারিয়া রাজ্য বইটির প্রকাশনাস্বত্ব পায়৷ তারপর থেকে দেশে ও বিদেশে এটির পুনর্মুদ্রণ ও বিস্তৃতি রোধ করার চেষ্টা করে আসছে রাজ্যটি৷ অবশ্য জার্মানিতে ‘মাইন কাম্ফ' সম্পর্কে অনেক কিছু বলা হলেও আজ পর্যন্ত বইটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়নি৷

ইহুদি ওয়ার্ল্ড কংগ্রেসে বলা হয়, বই-এর দোকানে হিটলারের মাইন কাম্ফ চোখে পড়লে হলোকস্ট বা ইহুদি নিধনযজ্ঞে বেঁচে যাওয়া মানুষদের অনুভূতিতে আঘাত লাগবে৷ প্রকাশক ও পুস্তক ব্যবসায়ীদের উচিত হবে বইটির প্রকাশনা রোধ করতে সচেষ্টা হওয়া৷ নাৎসি বর্বরতার শিকার ইহুদিদের ব্যাপারে জার্মানির বিশেষ দায়বদ্ধতা রয়েছে৷ আর তাই ইহুদি বিদ্বেষমূলক বইটি যাতে বৈধভাবে বাজারে না আসতে পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে দেশটিকে৷ সেই সাথে অন্যান্য দেশের পুস্তক ব্যবসায়ীদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে৷ সর্বোপরি ‘মাইন কাম্ফ'-এর বিক্রি স্বেচ্ছায় বর্জন করতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য