1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হার্ভার্ডের ব়্যাডক্লিফ পদক পেলেন ভারতের ইলা ভাট

২৮ মে ২০১১

ভারতের নারীদের জন্য আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই ১৯৭২ সালে গড়ে তোলা হয় সেল্ফ-এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশন - সেওয়া৷ সমাজ সেবামূলক এই সংস্থাটির প্রতিষ্ঠাতা ইলা ভাট৷

https://p.dw.com/p/11Pow
নারীদের স্বাবলম্বী করতেই লড়ছেন ইলা ভাটছবি: DW

সামাজিক উন্নয়নে তাঁর অবদানের জন্য পেলেন ব়্যাডক্লিফ ইন্সটিটিউট পদক৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব়্যাডক্লিফ ইন্সটিটিউট এ বছর ইলা ভাটকে প্রদান করল এই সম্মানজনক পদক৷ ইলা ভাটকে এই পদকের জন্য মনোনয়ন প্রদান প্রসঙ্গে ইন্সটিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘উন্নয়নশীল দেশগুলোতে লিঙ্গ বৈষম্য দূর করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য৷ তাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইলা ভাটকে এই পদক প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়৷''

এই পদক গ্রহণের পর ভাট বলেন, ‘‘নারীদের যখন নিজেদের আয় করার উৎস থাকে, তখন তারা নিজেদের মতো করেই নিজেদের অধিকারের জন্য যুদ্ধ চালিয়ে যেতে পারে৷ তাই নারীদের জন্য অর্থনৈতিক স্বাধীনতা একটি মৌলিক বিষয়৷ এছাড়া আমার অভিজ্ঞতা হলো, নারীরাই পারে একটি চমৎকার আদর্শ গোষ্ঠী ও সমাজ উপহার দিতে৷'' ভাট মূলত সমাজের প্রান্তিক পর্যায়ের নারীদের নিয়ে কাজ করেন৷ তাঁর দর্শন হলো, ‘‘প্রান্তিক পর্যায় থেকে রূপান্তর শুরু করা উচিত যা পর্যায়ক্রমে কেন্দ্রকে নাড়া দেবে৷''

নারীদের শ্রমিক ইউনিয়নের পর্যায়ে পৌঁছে গেছে সেওয়া'র ভূমিকা৷ এর রয়েছে ক্ষুদ্রঋণ, শিশু পরিচর্যা, সমবায় এবং স্বাস্থ্য ও জীবন বিমার কার্যক্রম৷ বর্তমানে সংস্থাটির সদস্য রয়েছে প্রায় ১৩ লাখ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা