1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হাফিজের মাথার দাম ঘোষণা করা মার্কিন চাল'

৬ এপ্রিল ২০১২

মুম্বই হামলার মূল হোতা লস্কর-ই তৈবা'র প্রধান হাফিজ মুহম্মদ সাঈদের মাথার দাম ঘোষণা করাটা একধরণের রাজনৈতিক চাল (স্টান্ট) বলেই মনে করছেন বাংলাদেশের ইংরেজি দৈনিক নিউ এজ এর সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির৷

https://p.dw.com/p/14Yft
ছবি: AP

বৃহস্পতিবার ডয়চে ভেলে রেডিও কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘লস্কর-ই-তৈবা সম্পর্কে বহু তথ্য তাদের নিজস্ব ওয়েব সাইটেই দেয়া আছে৷ এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থার কাছেও এ বিষয়ে যথেষ্ট তথ্য থাকার কথা৷ তাছাড়া হাফিজ নিজেও খুব খোলামেলা জীবন যাপন করছেন৷ কিন্তু এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র হাফিজের মাথার দাম কেন এক কোটি ডলার ঘোষণা করেছে এটি একটি বিস্ময়ের ব্যাপার৷''

তিনি আরো বলেন, ‘‘হঠাৎ করেই মাথার দাম ঘোষণা করাটা অ্যামেরিকার কোনো রাজনৈতিক স্টান্ট বলেই মনে হয়৷''

দীর্ঘদিন ধরে পাকিস্তান ও অ্যামেরিকার সম্পর্কে যে টানাপোড়েন চলছে এই ঘোষণাটি তারও বহিঃপ্রকাশ বলেই মনে করেন তিনি৷ শুধু তাই নয়, মার্কিন এই ঘোষণার ফলে এই দু'দেশের সম্পর্ক আরো অবনতির দিকে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি৷

নুরুল কবির বলেন, ‘‘বলা হয়ে থাকে যে, লস্কর-ই তৈবা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সৃষ্টি৷ সুতরাং লস্করই তৈবা'র উপরে মার্কিন চাপ বাড়ানোর ফলে আইএসআই-ও একধরণের চাপের মুখে পড়বে'' বলেই মনে করেন তিনি৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান