1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙ্গেরির যাযাবর রোমারা হামলার শিকার

২৫ এপ্রিল ২০১১

রোমাদের কেউ কেউ বলেন বেদুইন আবার কেউ বা বলেন যাযাবর৷ ইউরোপের বিভিন্ন দেশে এক থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ান৷ সম্প্রতি হাঙ্গেরিতে এই রোমা সম্প্রদায়ের উপর আবার বিপদ নেমে এলো৷

https://p.dw.com/p/113kl
হাঙ্গেরিতে গ্রাম ছেড়ে পালানোর মুখে রোমারাছবি: AP

রোমারা যেখানে যান সেখানেই বিপদ৷ ভারতীয়দের মতো গাত্রবর্ণ এদের৷ আর কেনইবা ভারতীয়দের মতো হবে না? এক সময় তো এদের বাস ছিল সেই ভারতেই৷ ইতিহাস ঘেঁটে দেখা যায়, প্রায় এক হাজার বছর আগে ভারতের সিন্ধ এবং পাঞ্জাব থেকে ইরান হয়ে উত্তর আফ্রিকা, দক্ষিণ এবং পূর্ব ইউরোপ ও পরবর্তীকালে উত্তর আর দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর নানান দেশে ছড়িয়ে পড়ে এরা৷ কিন্তু কোথাও থিতু হতে পারেন নি৷ ঘুরে বেড়াচ্ছেন এদেশ থেকে ও দেশে৷

কিছুদিন আগে ফ্রান্সে এক দল রোমা মানুষের উপর নেমে এসেছিল বিপদ৷ তারা রুমেনিয়া থেকে সে দেশে চলে এসেছিল৷ কেউ কেউ ঘর বানিয়েছিল উত্তর হাঙ্গেরিতেও৷ গত সপ্তাহে সেখানকার গিয়োনজিও শহরের একটি গ্রামে হঠাৎ নাকি আক্রমন করে বসেছে এক দল মানুষ৷ ভয়ে জড়োসরো কয়েক'শ রোমা৷ সাহায্যের জন্য আহ্বান জানায় রেডক্রসকে৷ রেডক্রস এসে সরিয়ে নেয় নারী ও শিশুদের৷

কিন্তু কারা এই হামলা করেছিল? হাঙ্গেরির ডানপন্থি ভেদেরো বা ডিফেন্স ফোর্স নাকি এই কাজ করেছে৷ তারা ঐ রোমা গ্রামে অনুশীলন করতে ক্যাম্প বানিয়েছে৷ আর তাতেই বিপত্তি৷ ঐ বাহিনী কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেছে৷ তারা বলেছে, অনুশীলনের জন্য কাউকে সরে যেতে বলা হয়নি৷

তবে রোমাদের অধিকার আন্দোলনের সংগঠন রোমা সিভিল রাইটস মুভমেন্টের দাবি তাদেরকে উচ্ছেদ করা হয়েছে৷ ফলে সেই স্থান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে অন্তত পৌনে তিনশ নারী এবং শিশুকে৷ ‘সামরিক পোশাক পরা মানুষ এখানে এসেছে, তারা যে কোন সময় আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় আমরা আমাদের স্ত্রী এবং সন্তানদের সেখান থেকে সরিয়ে ফেলেছি', জানালো রোমা জাতির ৩২ বছর বয়স্ক যুবক গিয়োলা রেকজ৷ আর এই কাজে সহায়তা করেছে রেডক্রস৷ এখানেই ২০০৮ এবং ২০০৯ সনে রোমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছিল৷ তাতে প্রাণ হারিয়েছিল বেশ কয়েকজন৷

এহেন পরিস্থিতিতে হাঙ্গরির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, রোমাদের উপর কোন হামলা হয়নি৷ গুজবে কান দিয়েছিল তাঁরা৷ তবে যে কোন আইন বিরুদ্ধ কাজ বন্ধ করা হবে- এমন প্রতিশ্রুতির কথাও জানিয়েছে সরকার৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়