1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঁসরাও জানে কখন রাস্তা পার হতে হয়!

৭ মে ২০১৮

স্মার্টফোনের কল্যাণে আজকাল এমন সব দৃশ্য দেখা যায় যা আসলে মুখে বললে অনেকেই অবিশ্বাস করতো৷ এখন আর অবিশ্বাসের উপায় নেই৷ কেননা, অবিশ্বাসীদের সামনে প্রমাণ হিসেবে হাজির করা হয় ভিডিও ক্লিপ৷

https://p.dw.com/p/2xH0G
ছবি: M. Brunnert

সেরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে জার্মানিতে৷ ডর্টমুন্ডের কাইজারভিয়ারটেলে হঠাৎ দেখা গেলে একটি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে একদল হাঁস৷ এমন না যে, সেগুলো এমনিতেই দাঁড়িয়ে ছিল৷ যতক্ষণ ট্রাফিক সংকেত লাল ছিল ততক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে সবুজ আলো জ্বলার সঙ্গে সঙ্গে মানুষের মতো তারাও নির্দিষ্ট স্থান থেকে হেঁটে রাস্তা পার হয়েছে৷

হাঁসগুলোর এমন নিয়ম-কানুন মেনে রাস্তা পার হওয়ার ভিডিও ফেসবুকে প্রকাশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে গেছে৷ ইতোমধ্যে একটি ফেসবুক পাতাতেই ভিডিওটি দেখা হয়েছে প্রায় দশ লাখ বার৷ আর শেয়ার হয়েছে আঠারো হাজার বারের বেশি৷

আপনি কি হাঁসদের এমন আচরণ আগে কখনো দেখেছেন? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷