1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউডের স্বপ্ন দেখছেন ভারতের অভিনেতারা

১৬ ডিসেম্বর ২০১০

‘মিশন ইম্পসিবল’, ‘স্পাইডারম্যান’- হলিউডের এই ব্লক বাস্টার ছবিগুলোতে এবার অভিনয় করতে যাচ্ছেন ভারতের অভিনেতারা৷ কীভাবে সম্ভব হলো? জেনে নিন সেই গল্প৷

https://p.dw.com/p/Qcio
অস্কার অনুষ্ঠানে ‘স্লামডগ মিলিওনেয়ার'-এর অভিনেতারাছবি: ap

‘স্লামডগ মিলিওনেয়ার'৷ আরেকটি ব্লক বাস্টার ছবি৷ ২০০৯ সালে অস্কার পায় ছবিটি৷ ভারতের বস্তির ছেলেদের জীবন নিয়ে তৈরি এই ছবিটি অস্কার পাওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকে সব কিছু৷

হলিউডের সব নামকরা পরিচালকদের মাথায় ঢুকে যায় একটি বিষয়৷ সেটা হলো - ভারতের গল্প নিয়ে ছবি তৈরি করা৷

আরও একটি বিষয় নজর কাড়ে সবার৷ ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়৷ কারণ স্লামডগ ছবিটি একজন ব্রিটিশ পরিচালনা করলেও তাতে অভিনয় করেছে মূলত ভারতের অভিনেতা-অভিনেত্রীরাই৷

Anil Kapoor
‘মিশন ইম্পসিবল’-এর পরবর্তী ছবিতে দেখা যাবে অনিল কাপুরকেছবি: UNI

তাইতো পরিচালকরা এখন ঝুঁকছেন তাদের দিকে৷ আর এ সুযোগে অনেক ভারতীয় অভিনেতাও স্বপ্ন দেখছেন হলিউডে ক্যারিয়ার গড়ার৷

শুরুতে বলা হচ্ছিল ‘মিশন ইম্পসিবল' আর ‘স্পাইডারম্যান' ছবির কথা৷ এর মধ্যে প্রথমটিতে কাজ করার সুযোগ পেয়েছেন স্লামডগ খ্যাত অভিনেতা অনিল কাপুর৷ আর স্পাইডারম্যান ছবিতে কাজ করবেন ইরফান খান৷ এছাড়া অ্যাং লি'র পরবর্তী ছবি লাইফ অব পাই'তেও কাজ করবেন ইরফান৷ তিনি অবশ্য এর আগে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে অভিনয় করেছেন৷

শুধু অভিনেতাই নয়, বলিউডের অন্যতম নায়িকা বিপাশা বসু কাজ করার সুযোগ পেয়েছেন অ্যাকাডেমী অ্যাওয়ার্ড জয়ী পরিচালক রোল্যান্ড জফের ছবি ‘সিঙ্গুলারিটি'তে৷

ভারতের অভিনেতাদের হলিউডের ছবিতে কাজ করা অবশ্য এটাই প্রথম নয়৷ এর আগে ঐশ্বরিয়া রায় বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন৷ এছাড়া নাসিরুদ্দীন শাহ আর ওম পুরীও কাজ করেছেন কিছু ছবিতে৷ তবে তাঁদের সেই অভিনয় খুব একটা প্রশংসা কুড়াতে পারেনি৷ সময়টা ছিল অন্য রকম৷

কিন্তু স্লামডগের অস্কার পাওয়ার পর বদলে গেছে সবকিছু৷ যেমন স্লামডগে কাজ করা অভিনেত্রী ফ্রিডা পিন্টো একের পর এক কাজ করে যাচ্ছেন হলিউডের ছবিতে৷ প্রখ্যাত মার্কিন চলচ্চিত্রকার উডি অ্যালেন-এর সাম্প্রতিকতম ছবি ‘‘ইউ উইল মিট অ্যা টল ডার্ক স্ট্রেঞ্জার'' ছবিতে অভিনয় করেছেন ফ্রিডা৷

তবে ভিন্ন দিকও রয়েছে৷ যেমন এবছরের হিট ছবি ‘দ্যা সোশ্যাল নেটওয়ার্ক'৷ সেখানে ভারতীয় একটি চরিত্র থাকলেও সেখানে কোনো ভারতীয়কে নেয়া হয়নি৷ ঐ চরিত্রে অভিনয় করেছেন একজন ব্রিটিশ অভিনেতা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক