1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউডের দিকে ঝুঁকে পড়ার কোন কারণ দেখি না : শর্মিলা

৭ মার্চ ২০১১

মা-মেয়ের ভূমিকায় বড় পর্দায় আসছেন শর্মিলা এবং মেয়ে সোহা৷ চিত্রধারণ শেষ৷ এখন মুক্তির অপেক্ষায় ‘লাইফ গোজ অন’৷ ছবির জন্য কাজ করতে নেমে হঠাৎই হলিউডের প্রতি তাঁর দেশীয় শিল্পীদের আগ্রহ নিয়ে প্রশ্ন তুললেন শর্মিলা৷

https://p.dw.com/p/10Ufe
শর্মিলা ঠাকুরছবি: UNI

সোমবার শর্মিলা ঠাকুর বলেন, হলিউডের প্রতি ভারতীয় অভিনয় শিল্পীদের এতোটা ঝোঁকের কারণ আমি বুঝি না৷ তাঁর মতে, আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পের অংশ হয়ে যাওয়ার বদলে বরং সেই মানে পৌঁছনোর দিকে দৃষ্টি দেওয়া উচত৷ শর্মিলা বলেন, ‘‘ভারতীয় অভিনেতা-অভিনেত্রীরা এখন প্রচুর আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে৷ অবশ্য আমি বুঝি যে, অভিনয় শিল্পীরা তাঁদের সীমানা সম্প্রসারিত করতে চাই৷ কিন্তু তাই বলে হলিউড নিয়ে এতো উত্তেজনার কী আছে - সেটা আমি বুঝতে পারি না৷''

ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া তারকাদের উল্লেখ করে ৬৪ বছর বয়সি এই জনপ্রিয় অভিনেত্রী বললেন, ‘‘নেমসেক' একটি চমৎকার ছবি৷ ইরফান খান বেশ ভালো কাজ করেছেন এটিতে৷ অবশ্য মিরা নায়ার শতভাগ আন্তর্জাতিক না হলেও কবির বেদি'র উদাহরণ দেওয়া যেতেই পারে৷ এমনকি সুরস্রষ্টা এ আর রহমান আন্তর্জাতিক অঙ্গণের অন্যান্য সুরকারদের সারিতেই পৌঁছে গেছেন৷ তবে আমাদের এখন এই প্রশ্নের উত্তর খোঁজার সময় হয়েছে যে, আমরা কি আন্তর্জাতিক অঙ্গণে নাকি নিজেদের ভাষায় কাজ করবো ?''

প্রায় পাঁচ দশক ধরে ভারতীয় চলচ্চিত্র শিল্পে সরব বিচরণ শর্মিলার৷ বর্তমানে ভারতীয় সেন্সর বোর্ডের প্রধান৷ ‘কাশ্মীর কি কালি', ‘প্যারিসে এক সন্ধ্যা', ‘চুপকে চুপকে' ছবিগুলোতে অভিনয় করে ইতিমধ্যে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন শর্মিলা৷ এবার সঙ্গীতা দত্তর ছবি ‘লাইফ গোজ অন' এ কাজ করলেন মায়ের ভূমিকায়৷ আর একই ছবিতে মেয়ের ভূমিকায় থাকছেন মেয়ে সোহা আলি খান৷ যাহোক, ছবিটির মুক্তি আর খুব বেশি দূরে নয়৷ যুক্তরাজ্যে এটি মুক্তি পাচ্ছে ১১ মার্চ৷ আর তারপরই ২৫ মার্চ মুক্তি পাবে ভারতের বাজারে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ