1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল প্রত্যাখ্যান করা হল ১৪ দলের বৈঠকে

২৯ নভেম্বর ২০১০

আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল বিএনপি’র ডাকা ৩০শে নভেম্বেরের হরতাল প্রত্যাখ্যান করেছে৷ এই হরতাল দেশে ষড়যন্ত্রের রাজনীতি প্রসারিত করবে বলে অভিমত ১৪ দল নেতাদের৷ তাঁরা ৭ বিভাগীয় শহরে মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছেন৷

https://p.dw.com/p/QKcZ
২০০৭ সালের জানুয়ারি মাসে ঢাকায় সহিংসার ছবি এটি৷ আবারো কি এই অবস্থা দেখা যাবে?ছবি: AP

৩০ শে নভেম্বরের হরতালকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল৷ দীর্ঘ ৬ মাস পর রোববার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ১৪ দল বিএনপি'র ডাকা হরতাল প্রত্যাখ্যান করছে৷ কারন এই হরতাল ডাকা হয়েছে ব্যক্তিগত ইস্যু নিয়ে- কারো বাড়ি রক্ষা বা পুত্রকে রক্ষা৷ এর আসল উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা ৷

তিনি জানান, হরতালে জনগনণের জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে৷

১৪ দলের অন্যতম শরিক, জাসদ-এর হাসানুল হক ইনু এমপি বলেন, খালেদা জিয়ার এই হরতাল রহস্যজনক৷ এই হরতাল বাংলাদেশে চক্রান্তের রাজনীতিকে আরও বেশি করে প্রসারিত করবে৷ তিনি জানান, বৈঠকে ১৪ দলকে আরো সক্রিয় করা এবং প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ৭ বিভাগীয় শহরে মহাসমাবেশের সিদ্ধান্ত হয়েছে৷

অন্যদিকে বৈঠকে সরকারের কার্যক্রমেরও আলোচনা হয়৷ দ্রব্যমূল্য এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরো কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন জোট নেতারা৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য