1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ, ঈদের পরে কঠোর আন্দোলন

১৪ নভেম্বর ২০১০

সারাদেশে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপি’র সকাল-সন্ধ্যা হরতাল৷ খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিএনপি এই হরতাল ডাকে৷

https://p.dw.com/p/Q8Ox
সেনানিবাসের বাড়ি ইস্যুতে কঠোর অবস্থানে বিএনপি (ফাইল ফটো)ছবি: AP

ঈদের পর আরো কঠোর আন্দোলনের কর্মসূচী নেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব৷অন্যদিকে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আপিল বিভাগ খালেদার পক্ষে রায় দিলে তাঁকে বাড়ি ফিরিয়ে দেয়া হবে৷

রোববার সকাল থেকেই রাজধানীতে হরতালের সমর্থনে বিভিন্ন পয়েন্টে পিকেটিং করতে থাকে বিএনপির নেতা-কর্মীরা৷ নয়াপল্টন, পুরানা পল্টন, শাহবাগ , মহাখালী, গুলশান এবং মিরপুর এলাকায় ছিল পিকেটারদের উপস্থিতি৷ নয়াপল্টন, প্রেসক্লাব এবং কাকলী এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়৷

হরতালের কারণে রাজধানীতে যানবাহন চলাচল ছিল খুবই কম৷ তাই সকালে অফিসগামী যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে৷ ঈদে ঘরমুখো যাত্রীরাও ভোগান্তির শিকার হন৷ অনেকে টিকিট কেটে কষ্ট করে ষ্টেশনে গিয়ে দেখেন দূরপাল্লার যানবাহন বন্ধ৷

হরতালের কারনে অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠানে উপস্থিতি ছিল কম৷ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান তেমন খোলেনি৷ ঈদের আগে ব্যাংকে টাকা তুলতে গিয়ে লোকজন পড়েন বিড়ম্বনায়৷

হরতালে পল্টন দলীয় কার্যালয়ের সামনে মিছিলের সময় পুলিশ হামলা চালিয়েছে এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান৷ আর মহাসচিব খন্দকার দেলোয়ার বলেন, স্বত:স্ফূর্ত ভাবে হরতাল পালন করে দেশের মানুষ এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন৷

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মহবুবে আলম এক সংবাদ সম্মেলনে বলেছেন, আপিল বিভাগের রায় খালেদা জিয়ার পক্ষে গেলে তাঁকে ক্যান্টনমেন্টের বাড়ি ফেরত দেয়া হবে৷ তাঁর উচিত ভালভাবে মামলা লড়া৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান