‘হরতালের কারণে জনজীবন অস্থির' | পাঠক ভাবনা | DW | 30.10.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘হরতালের কারণে জনজীবন অস্থির'

আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ আশা ও বিশ্বাস, ভালো আছেন সকলে৷ আপনারা ভালো থাকলেও আমরা ভালো নেই আর এর একটা কারণ হলো হরতাল৷ হরতাল আমাদের জনজীবনকে করে তুলেছে অস্থির৷

আমরা প্রতিটি মুহূর্তে ভয়ে আছি যে, এই বুঝি কখন মিছিল আসবে আর সবকিছু গুঁড়িয়ে দেবে৷ হ্যাঁ, এখন হরতাল বলতে সাধারণত বুঝতে হয় ভাঙচুর, মারামারি, গাড়ি পোড়ানো, আগুন দেয়া এসবই৷ আজ বহু আশা নিয়ে তালা সরকারি কলেজে গিয়েছিলাম পরীক্ষা দিতে, পরীক্ষা আরম্ভ হবে এমন সময় হঠাত্‍ বড় একটি মিছিল কলেজের ভেতর প্রবেশ করল, তারপর অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে সব ভেঙেচুরে গুঁড়িয়ে দিল৷ আর কলেজের ছেলেদের মারপিট আরম্ভ করে দিল৷ পরীক্ষা আর হলো না৷ এই হলো আমাদের পরিস্থিতি৷ সেই ৭১-এ আমরা স্বাধীন হয়েছিলাম অনেক জীবনের বিনিময়ে৷ কিন্তু এ কোন স্বাধীনতা? ধন্যবাদান্তে বাপি দেবনাথ, খুলনা থেকে লিখেছেন৷

আপনাদের ওয়েবসাইটে পেলাম একটি সুন্দর প্রতিবেদন যেখানে মানুষের মস্তিষ্ক কম্পিউটার অপেক্ষা বেশি কাজ করে বলে দুইজন জার্মান বিজ্ঞানী তাঁদের পরীক্ষায় জানতে পেরেছেন৷ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থির ঘটনা প্রবাহের মধ্যে এটি এক অনন্য স্বাদের প্রতিবেদন৷ উল্লেখিত বিষয়টিতে বিজ্ঞানীদ্বয় বহুভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এমনই এক স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন৷ প্রতিবেদনটি প্রতিটি ওয়েব ভিজিটরের জ্ঞানের তৃষ্ণা মিটিয়েছে৷ এধরনের প্রতিবেদন পরিবেশন করায় আমরা ডয়চে ভেলে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই৷ ভাল থাকুন সকলে৷ ধনবাদান্তে ডা. বিকাশ রঞ্জন ঘোষ ও মায়া রাণী ঘোষ, কপিলমুণি ,খুলনা থেকে লিখেছেন এই ইমেলটি৷ বন্ধু বিকাশ রঞ্জন গতকাল আমাদের কাছে টেলিফোনও করেছিলেন৷

-যোগাযোগের জন্য দু'জনকেই অনেক ধন্যবাদ৷ আপনারা সকলেই ভালো থাকুন এই প্রত্যাশাই করছি আমরা সকলে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন