1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হজ উপলক্ষে মক্কাতে কঠোর নিরাপত্তা

রিয়াজুল ইসলাম৬ ডিসেম্বর ২০০৮

পবিত্র মক্কা নগরীতে হজ যাত্রীদের জন্য সৌদি সরকার নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ সন্ত্রাসী হামলা রোধে এক লাখ নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি যোগ হয়েছে যুক্তরাষ্ট্রে নির্মিত বিশেষ অত্যাধুনিক হেলিকপ্টার৷

https://p.dw.com/p/GAnj
হজ উপলক্ষে মক্কায় এখন লাখ লাখ মুসলমানের সমাবেশছবি: AP

মুসলমানদের অন্যতম ধর্মীয় কর্তব্য হজ পালন উপলক্ষে এখন মক্কা নগরীতে সমবেত হয়েছে গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২০ লাখ মুসলমান৷ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে তারা মুখরিত করে তুলেছেন গোটা এলাকা৷ হজ পালনে যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য প্রতি বছর সৌদি সরকার নানা ব্যবস্থা নিয়ে থাকে৷ কিন্তু এরপরও বিগত বছরগুলোতে দুর্ঘটনা ঘটেছে৷ হজযাত্রীদের অতিরিক্ত ভীড়ে পায়ের নীচে চাপা পড়ে অনেকে মারা যাওয়ার ঘটনা ঘটেছে৷ বিগত ২০০৬ সালে এমন দুর্ঘটনায় ৩৬৪ জন হজযাত্রী প্রাণ হারান৷ তারও দু বছর আগে প্রাণ হারিয়েছিলেন ২৫১ জন হজযাত্রী৷ তবে সবচে ভয়াবহ ঘটনা ঘটেছিলো ১৯৯০ সালে৷ সে বছর হজ পালনকালে ভীড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মারা যান প্রায় দেড় হাজার হজযাত্রী৷

Pilgerer gehen nach Mekka
অতিরিক্ত ভীড়ের কারণে হজ চলাকালে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটেছবি: AP

হজের মধ্যে এমন দুর্ঘটনা এড়াতে প্রতি বছরই হজের জায়গার আয়তন বাড়াচ্ছে সৌদি কর্তৃপক্ষ৷ কিন্তু এর বাইরে গত কয়েক বছর ধরে যোগ হয়েছে সন্ত্রাসীদের হামলার আশংকা৷ আল কায়েদা সহ অনেক সন্ত্রাসীদের ক্ষোভ রয়েছে সৌদি রাজ পরিবারের প্রতি৷ তারা যে কোন সময় হজযাত্রীদের ওপর হামলা চালাতে পারে এমন আশংকা করছে সৌদি কর্তৃপক্ষ৷ তাই এবার হজ পালন কালে এক লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রী প্রিন্স নায়েফ বিন আবদেল আজিজ বলেন, সন্ত্রাসীদের কাজ এখনও শেষ হয়নি, এটা এখনও চলছে৷ সৌদি নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালনে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন তিনি৷

এদিকে কেবল বাড়তি নিরাপত্তা বাহিনী নয় এবার যোগ হয়েছে অত্যাধুনিক হেলিকপ্টার সিক্রোস্কি এস নাইন টু৷ যুক্তরাষ্ট্রের নির্মিত অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এ হেলিকপ্টারে নাইট ভিশন বায়োনুকুলারের মাধ্যমে রাতের বেলাতেও টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ হজযাত্রীদের ওপর কোন হামলার সম্ভাবনা রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী প্রিন্স নায়েফ বিন আবদেল আজিজ বলেছেন এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই৷ কিন্তু আমাদের অসতর্কতার সুযোগ যাতে কেউ না নিতে পারে সে ব্যাপারে আমাদের পুরোপুরি প্রস্তুত থাকতে হবে৷