1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্যামন মাছ খাবেন যেভাবে

১৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য জার্মান স্টাইলে স্যামন মাছ ভাজি করা হয়েছে৷ স্বাস্থ্যকর সামুদ্রিক মাছ জার্মানদের খুব প্রিয়৷ এই মাছ রান্না, ভাজি, কাঁচা, ধূমায়িত, আস্ত মাছ সেদ্ধ করে, স্যুপ হিসেবে অর্থাৎ নানাভাবে খাওয়া হয়৷

https://p.dw.com/p/2svCq
DW Bengali Nurunnahar Sattar kocht Fisch-Gericht
ছবি: DW/Arafatul Islam

তবে অধিকাংশ জার্মান ভেজেই স্যামন খেয়ে থাকেন৷ মাছ ভাজির সাথে থাকে আলু, সালাদ ইত্যাদি৷ ডয়চে ভেলের ক্যান্টিনেও প্রায়ই স্যামন ভাজি দেওয়া হয়৷ 

জার্মানিতে স্যামন আসে মূলত নরওয়ে থেকে৷ তেলযুক্ত স্যামন মাছে হাই কোয়ালিটি প্রোটিন ছাড়াও রয়েছে যথেষ্ট ওমেগা থ্রি৷ তাছাড়া চর্বিযুক্ত এই মাছে ভিটামিন ‘এ' এবং ‘ডি' রয়েছে, যা হার্টের জন্য বেশ উপকারী৷

খুব সহজেই স্যামন ভাজি করা যায়, এতে তেমন বেশি কিছু উপকরণেরও প্রয়োজন হয় না৷ হালকাভাবে লেবুর রস, লবন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজি করলেও অনেক স্বাদ৷ তবে কেউ চাইলে নিজের ইচ্ছেমতোও করতে পারেন৷

 ভিডিওটি দেখুন না! তাহলেই বাকিটুকু জেনে যাবেন৷

নুরুননাহার সাত্তার

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য