1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্টফোনের পর আসছে অগমেন্টেড রিয়ালিটি?

২০ আগস্ট ২০১৮

ভার্চুয়াল রিয়ালিটি, অগমেন্টেড রিয়ালিটির মতো প্রযুক্তি আজ আর কল্পবিজ্ঞান নেই৷ মোবাইল ফোন আর উপযুক্ত চশমার সাহায্যেই বাস্তব ও ভার্চুয়াল জগতে উঁকি মারা যায়৷ তবে এই প্রযুক্তির বিপুল সম্ভাবনার এখনো সদ্ব্যবহার হচ্ছে না৷

https://p.dw.com/p/33PE4
Köln Gamescom VR-Brille
ছবি: picture-alliance/dpa/O. Berg

গুগল ভার্চুয়াল রিয়ালিটির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে৷ একাধিক টিম এ নিয়ে কাজ করছে৷ ভার্চুয়াল রিয়ালটি হেডসেট ও তার সঙ্গে মানানসই কন্ট্রোলারের মাধ্যমে ব্যবহারকারীরা বিখ্যাত ‘গুগল আর্থ' মানচিত্রের ভিন্ন স্বাদ পেতে পারেন৷ গোটা বিশ্বের থ্রিডি রূপ হাতের নাগালে এসে পড়ে৷

সুইজারল্যান্ডের ডোমিনিক ক্যেসার এই প্রকল্পের কর্ণধার৷ কম্পিউটার গ্রাফিক্স বিশেষজ্ঞ হিসেবে তিনি ক্যালিফোর্নিয়ায় গুগল আর্থ ভিআর ডেভেলপর টিমের প্রধান৷ উচ্চতা সম্পর্কে ভীতি না থাকলে আপনি ভার্চুয়াল রিয়ালিটির জগতে নিউ ইয়র্কে ব্যাটম্যানের মতো উঁচু বাড়ি থেকে লাফ মারতে পারবেন, নীচে উঁকি মেরে পথঘাট দেখতে পারবেন৷

কিন্তু এ সব করার প্রয়োজন কী? ডোমিনিক ক্যেসার বলেন, ‘‘আমাদের ধারণা, ভিআর বিশাল মাত্রা নিতে চলেছে৷ আজ স্মার্টফোন, ল্যাপটপ ও কম্পিউটারের যত প্রভাব, ভবিষ্যতে ভিআর তেমনই হবে৷ এর ফলে যে সব সুযোগ-সম্ভাবনা খুলে যাচ্ছে, আমরা তা খতিয়ে দেখবো৷ গুগল গোটা বিশ্বের ব্যবহারকারীদের কাছে তথ্য ব্যবহারযোগ্য করে তোলার ব্রত নিয়েছে৷ এক্ষেত্রে ভিআর-এর বিশাল সম্ভাবনা রয়েছে৷'' 

অতীতে ক্যেসার হলিউডে পিক্সার স্টুডিওতে কাজ করতেন৷ অভিজ্ঞতার মর্ম কী, তা তিনি জানেন৷ ডোমিনিক বলেন, ‘‘আগে যখন ক্যালিফোর্নিয়ায় চলচ্চিত্র শিল্পের জন্য কাজ করতাম, তখন কাহিনি শোনাতে ও ভার্চুয়াল অভিজ্ঞতা সৃষ্টি করতে আলো, রং, শব্দ ও অ্যানিমেশন কাজে লাগাতাম৷ মানুষ তাতে ডুবে যেতে পারতো৷''

ফেসবুকও ভিআর-এর ক্ষেত্রে বিনিয়োগ করছে৷ তারা ভিআর চশমা প্রস্তুতকারক কোম্পানি ওকুলাস কিনে নিয়েছে৷ ভিআর নতুন মাত্রা সৃষ্টি করছে এবং ভবিষ্যতে এটি কম্পিউটারের মনিটরের জায়গা দখল করতে পারে৷ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক সাকারবার্গ এ ক্ষেত্রে বড় পরিকল্পনা করছেন৷ ১০০ কোটি ব্যবহারকারীর জন্য ভার্চুয়াল রিয়ালিটি৷

মানুষ ভার্চুয়াল জগতের এই প্রযুক্তি গ্রহণ করবে কিনা, ভবিষ্যৎ সংক্রান্ত গবেষক ও থিংক ট্যাংক ওয়্যার-এর প্রতিষ্ঠাতা স্টেফান সিগরিস্ট সে বিষয়ে নিশ্চিত নন৷ তবে প্রায় সব প্রধান কোম্পানি ভিআর নিতে মেতে ওঠায় কিছু পরিবর্তন হবে বলে তাঁর ধারণা৷ সিগরিস্ট বলেন, ‘‘এই সব কোম্পানি এই বাজারে বিপুল অঙ্কের অর্থ ঢালছে৷ পরবর্তী বড় উদ্ভাবন বাজারে আনতে তারা প্রবল চাপের মুখে রয়েছে৷ সবাই অপেক্ষা করে রয়েছে৷ স্মার্টফোন দিয়ে আর কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটছে না৷ ভিআর-কে ঘিরে বিশাল প্রত্যাশা রয়েছে৷ অনেক চাপ, অর্থ ও উদ্ভাবনী শক্তির ধাক্কায় এই প্রযুক্তি এগিয়ে যাবে, এ বিষয়ে নিশ্চিত থাকা যায়৷ কিন্তু এই প্রযুক্তি মানুষের কতটা কাজে লাগবে, তারা সেটা গ্রহণ করবে কিনা, শেষ পর্যন্ত সেটাই আসল প্রশ্ন৷ ব্যবহারকারীরা প্রয়োগ করলে তবেই সেটাকে উদ্ভাবন বলা চলে৷''

পোকেমন গো-র মতো গেমে কিছুকাল ধরে তথাকথিত ‘অগমেন্টেড রিয়ালিটি' প্রয়োগ করা হচ্ছে৷ অর্থাৎ মানুষ তার বাস্তব পরিবেশে থেকেই ভার্চুয়াল বস্তু নাড়াচাড়া করতে পারে৷ শুধু গেমসের ক্ষেত্রেই বিষয়টি আকর্ষণীয় নয়৷

সুইজারল্যান্ডের ব্যুলার কোম্পানি এর মধ্যেই ‘অগমেন্টেড রিয়ালিটি' নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে৷ কোম্পানির কর্মী বুয়র্কহার্ড ব্যোন্ডেল তথাকথিত ‘হলোলেন্স' চশমা পরে আছেন৷ তার মাধ্যমে বাস্তব ও ভার্চুয়াল জগতের মেলবন্ধন ঘটানো সম্ভব৷

ব্যুলার কোম্পানি যে রোল মেশিন তৈরি করে, তার ভার্চুয়াল মডেল তৈরি করা সম্ভব৷ চোখের সামনে তার ত্রিমাত্রিক প্রতিচ্ছবি ফুটে ওঠে৷ সেই মডেল প্রায় হাতেনাতে পরীক্ষা করা সম্ভব৷ এমনকি কনট্রোলার ও আঙুলের ইঙ্গিতে ভার্চুয়াল বস্তুটি চালানো যায়৷ ফলে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে৷ কোম্পানির প্রতিনিধি বুয়র্কহার্ড ব্যোন্ডেল বলেন, ‘‘যেমন প্রশিক্ষণের ক্ষেত্রে এই সম্ভাবনা কাজে লাগানো যায়৷ বাস্তব ও ভার্চুয়াল জগতের সমন্বয়ে আমরা শিক্ষানবিসদের একেবারে অন্যভাবে প্রশিক্ষণ দিতে পারি৷ শিক্ষাক্রম একেবারে অন্যভাবে তুলে ধরতে পারি৷ সব যন্ত্র নিয়ে বাণিজ্যমেলায় যাবার প্রয়োজন থাকবে না৷ ভালো করে ভেবেচিন্তে স্থির করতে পারি, কোন বস্তুটা বাস্তবে, কোনটা ভার্চুয়াল পদ্ধতিতে দেখাতে চাই৷ এই সম্ভাবনার সব দিক সবে বুঝতে শুরু করেছি৷''

এখনো সবকিছু পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে৷ ‘অগমেন্টেড রিয়ালিটি'-র মধ্যে বিপুল সম্ভাবনা লুকিয়ে রয়েছে৷ হালের মোবাইল ফোনের মধ্যে এআর-কিট আগে থেকেই প্রস্তুত রয়েছে, যা দিয়ে ভার্চুয়াল, ইন্টারঅ্যাক্টিভ জগতে প্রবেশ করা যায়৷

ক্রিস্টিয়ান বাখমান/এসবি