1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধীনতা ৭৫-এ যে অভাবিত বিষয় সামনে এলো

১৫ আগস্ট ২০২২

স্বাধীনতার ৭৫ বছরে লালকেল্লা থেকে ভাষণে টেলিপ্রম্পটার ব্যবহার করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

https://p.dw.com/p/4FX1o
লালকেল্লায় স্বাধীনতার ৭৫ বছরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: Pankaj Nangia/AP/picture alliance

৭৫ বছরের স্বাধীনতা দিবসে লালকোল্লায় ২১ বার তোপধ্বনি হলো। ৭৫ বছরের মধ্যে এই প্রথম স্বাধীনতা দিবসে গর্জে উঠল ভারতীয় তোপ। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও বানিয়েছে এই তোপ। অন্যবার বিদেশি তোপ ব্যবহার করা হয়। এই প্রথম ভারতীয় তোপের গর্জনে প্রধানমন্ত্রীর অভিবাদন হলো। 

গেরুয়া, সাদা, সবুজে সেজে ওঠা লালকেল্লার প্রাকার থেকে ভাষণ দিলেন মোদী।  সেই ভাষণে গোড়াতেই চমক। প্রধানমন্ত্রীর দুই পাশে টেলিপ্রম্পটার ছিল না। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী প্রায় সবসময়ই টেলিপ্রম্পটার দেখে ভাষণ দেন। তানিয়ে এর আগে বিরোধীরা বহুবার কটাক্ষও করেছেন। কিন্তু এদিন তার সামনে সেই টেলিপ্রম্পটার ছিল না। কাগজে ভাষণের পয়েন্ট নোট করে নিয়ে এসেছিলেন তিনি।

এদিন আরো একটা কাজ করেছেন মোদী, যা তাকে আগে সচরাচর করতে দেখা যায়নি। সেটা হলো জহওরলাল নেহরু থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রীদের তারিফ। দেশগঠনে তাদের ভূমিকার কথাও মুক্তকণ্ঠে স্বীকার করা। ক্ষমতায় আসার পর থেকে জহওরলাল নেহরুর সমালোচনায় বারবার মুখর হয়েছেন মোদী, হয়েছে বিজেপিও। জওহরলালের নামাঙ্কিত অনেক প্রকল্পের নামবদল করা হয়েছে।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বিজেপি দেশভাগকে টেনে এনেছে। মানুষকে মনে করিয়ে দিয়েছে, এটা দেশভাগেরও ৭৫ বছর। এই উপলক্ষে ভিডিও প্রকাশ করেছে বিজেপি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেছেন এবং ভিডিওতেও বলা হয়েছে, নেহরুদের জন্যই দেশভাগ হয়েছে।

আর এর পাল্টা একটা ভিডিও প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে আম্বেডকরের একটি লাইন তুলে বলা হয়েছে, যতই অবাক লাগুক না কেন, সাভারকর এবং জিন্না দুজনেই দ্বিজাতিতত্ত্বকে সমর্থন করেছেন। কংগ্রেসের অভিযোগ, শ্যামাপ্রসাদ বাংলাভাগকে সমর্থন করেছেন। স্বাধীনতার ৭৫ বছরের দিনটিতে দুই প্রধান জাতীয় দলের এই ভিডিও-যুদ্ধও অভাবিত।  

স্বাধীনতা দিবসে মুসলমানের বাড়িতে থাকতে চেয়েছিলেন গান্ধী

মোদীর ভাষণ

বিরোধী নেতাদের ইডি ও সিবিআই বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা নিয়ে দেশে প্রবল বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এলো দুর্নীতি প্রসঙ্গ। তিনি বলেছেন, সর্বশক্তি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। লড়াই করতে হবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে।

ভাষণে মোদী ভারতকে উন্নত দেশে পরিণত করার জন্য পাঁচ সংকল্পের কথা বলেছেন।  প্রথম সংকল্প হলো উন্নয়ন, দ্বিতীয় দাসত্ব থেকে মুক্তি, তৃতীয় উত্তরাধিকার নিয়ে গর্ব, চতুর্থ ঐক্যবদ্ধ থাকা, পঞ্চম নাগরিক কর্তব্যে অবিচল থাকা।

আলোয় সেজে উঠেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল।
আলোয় সেজে উঠেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ছবি: Bikas Das/AP/picture alliance

ফোনে বার্তা

স্বাধীনতা দিবসে ফোন করতে গেলেই ভেসে এসেছে একটা বার্তা। জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে পাঠান। তাহলে সার্টিফিকেট পাওয়া যাবে।

এর মধ্যেই কাশ্মীর থেকে খবর এসেছে লস্কর সদস্যের পরিবার কাশ্মীরের প্রত্যন্ত এলাকায় বাড়িতে জাতীয় পতাকা তুলেছে। লস্কর সদস্যের ভাই বলেছেন, তারা ভারতীয় হিসাবে গর্বিত।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)