1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বল্প পোশাকে ‘আল্লাহ মেহেরবান’ গেয়ে বিপাকে ফারিয়া

২৯ মে ২০১৭

আইটেম গানের মঞ্চ, সেখানে আছেন স্বল্প পোশাক পরা নায়িকা, সঙ্গে একদল নর্তকী৷ আরো আছেন ইসলামি পোশাক পরা কিছু মানুষ৷ নায়িকা গাইছেন, ‘‘আল্লাহ মেহেরবান, মওলা মেহেরবান৷’’ রোজার সময় বিতর্ক সৃষ্টিতে আর কী চাই৷

https://p.dw.com/p/2dj3I
Screenshot Youtube Allah Meherbaan Item Song
ছবি: youtube.com - Jaaz Multimedia

গত ২৫ মে ইউটিউবে প্রকাশিত হয় ‘বস টু’ ছবির আইটেম গান ‘আল্লাহ মেহেরবান৷’ গানটিতে ঠোঁট মিলিয়ে স্বল্প পোশাকে আবেদনময়ীর ভঙ্গিমায় নেচেছেন বাংলাদেশের উঠতি নায়িকা নুসরাত ফারিয়া৷

গানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক৷ অনেকেই এমন খোলামেলা পোশাকে নাচের সঙ্গে আল্লাহ’র নাম নেয়ার করেছেন তীব্র সমালোচনা৷ ইউটিউবে প্রকাশিত গানটির বিরুদ্ধে দলবেঁধে রিপোর্ট করেছেন অনেকে৷ একজন লিখেছেন, ‘‘আসুন ভিডিওটিতে আনলাইক দিয়ে রিপোর্ট করি, আমরা চাইলেই এটা রিমুভ করতে পারব, শুধু দরকার উদ্যোগ ও সৎ মানসিকতা৷’’ অন্যদিকে, ফারিয়ার ফেসবুক পাতায় অকথ্য ভাষায় গালিগালাজও করা হচ্ছে তাঁকে৷

 

গানটির নির্মাতা প্রতিষ্ঠান জ্যাজ মাল্টিমিডিয়া অবশ্য এমন বিতর্কের মাঝেও গানটি সরিয়ে নেয়ার কোনো সম্ভাবনার কথা জানায়নি৷ বরং গণমাধ্যমের খবর অনুযায়ী, জ্যাজ মাল্টিমিডিয়ার ভাষ্য হচ্ছে, রমজানের আগে এমন গান মুক্তি দেয়ায় আসলে এত বিতর্ক সৃষ্টি হয়েছে৷ তবে গানটি নাকি অসাধারণ!

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য