1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেন ও নেদারল্যান্ডসকে জরিমানা করল ফিফা

৪ আগস্ট ২০১০

একদিকে স্পেনের প্রথম শিরোপা জয়, অন্যদিকে তৃতীয়বারের মত নেদারল্যান্ডসের রানার্স আপ হওয়া৷ তবে ফাউলের জন্যও এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে৷ মঙ্গলবার তাই দুই দলকেই জরিমানা করল ফিফা৷

https://p.dw.com/p/ObKH
Spain's Andres Iniesta
ফাইনালের একমাত্র গোলটি করছেন ইনিয়েস্তাছবি: AP

ফাইনালে গোটা ম্যাচে ফাউল হয়েছিল মোট ৪৭টি৷ ডাচ দলের আটজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন৷ লাল কার্ড দেখে বের হয়ে যান ডিফেন্ডার জন হাইটিঙ্গা৷ অন্যদিকে স্পেনের পাঁচ জন হলুদ কার্ড দেখেন৷ ফাইনাল ম্যাচে সর্বাধিক কার্ড দেখার রেকর্ড গড়ে এবারের ম্যাচটি৷ তার ওপর স্পেনের জাবি আলোনসোর বুকে ডাচ খেলোয়াড় ডি জং যেভাবে লাথি মারেন তা দেখে শিউরে উঠেছিলেন দর্শকরা৷ এই ধরণের খেলা দেখে খুব চটে যান ফিফা সভাপতি সেপ ব্লাটার৷ মঙ্গলবার ফিফা জানিয়ে দিল এই ধরণের আক্রমণাত্মক খেলার জন্য দুই দলকেই জরিমানা দিতে হবে৷ চ্যাম্পিয়ন স্পেনকে ১০ হাজার সুইস ফ্রাঁ এবং রানার্স আপ নেদারল্যান্ডসকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা৷

Italian soccer star Roberto Baggio
খেলোয়াড় নয়, এবার কর্মকর্তা হিসেবে দেখা যাবে ব্যাজিওকেছবি: AP

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন ফিফার বিধিমালার ৫২ ধারা অনুযায়ী কোন ক্লাব কিংবা দল মাঠে সঠিক আচরণ দেখাতে ব্যর্থ হলে জরিমানা করার সুযোগ রয়েছে৷ অন্যদিকে একই ধারায় বলা আছে, কোন ম্যাচে এক দলের পাঁচ জনের বেশি খেলোয়াড় কার্ড দেখলেও জরিমানা করা যাবে৷ উল্লেখ্য, ১৯৮৬ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম পশ্চিম জার্মানির ম্যাচে ছয়টি কার্ড দেখানো হয়েছিল৷ সেই তুলনায় এবারের ম্যাচটি যে কি পরিমাণ আক্রমণাত্মক ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন৷

ব্যাজিওর প্রত্যাবর্তন

এদিকে দীর্ঘ ছয় বছর ফুটবল থেকে দূরে থাকার পর আবারও ফিরছেন ইটালির সাবেক ফুটবল তারকা রবার্তো ব্যাজিও৷ কেবল তাঁকে নয় সাবেক কোচ আরিগো সাচ্চি এবং তারকা ফুটবলার জিয়ান্নি রিভেরাকেও ফিরিয়ে আনা হচ্ছে ইটালির ফুটবল ফেডারেশনে৷ এবারের বিশ্বকাপে জঘন্য পারফরমেন্সের পর নতুন করে ফুটবল দলকে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে ইটালির ফুটবল কর্তারা৷ জানা গেছে, ফুটবল ফেডারেশনের এই আহ্বানে সাড়াও দিয়েছেন একসময়ের বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় রবার্তো ব্যাজিও৷ ইটালির ফুটবলের চিরাচরিত প্রথা ভেঙে ফেলারও ইঙ্গিত দিয়েছেন এই সাবেক ফুটবল তারকা৷ এক সাক্ষাতকারে ব্যাজিও জানান যে ভালো ফুটবল খেলার চেয়ে কেবল ফলাফলের ওপরই নজর দিচ্ছে ইটালি৷ তাই ব্যাজিওর আগমনে হয়তো পুরনো ইটালির বদলে এবার নতুন কোন ইটালিকে দেখা যাবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক