1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টকহোমে সন্ত্রাসী হামলা চালিয়েছে ইরাকি বংশোদ্ভূত নাগরিক

১৩ ডিসেম্বর ২০১০

ইরাকি বংশোদ্ভূত এক ব্যক্তি সুইডেনের রাজধানী স্টকহোমে গত শনিবার হামলা চালিয়েছে বলে অনেকটা নিশ্চিত হয়েছেন তদন্তকারী কর্মকর্তারা৷

https://p.dw.com/p/QWnw
স্টকহোমে শনিবার এই গাড়িতে বিস্ফোরণ ঘটেছবি: AP

আজ এক সংবাদ সম্মেলনে মামলার প্রধান কৌঁসুলি টমাস লিন্ডস্ট্রান্ড বলেন, তাঁরা শতকরা ৯৮ ভাগ নিশ্চিত যে ঐ ব্যক্তি ইরাকি বংশোদ্ভূত এবং ১৯৯২ সাল থেকে তিনি সুইডেনে থাকেন৷ এদিকে বিভিন্ন গণমাধ্যমে ঐ ব্যক্তির নাম তৈমুর আব্দুলওয়াহাব বলে জানানো হয়েছে৷

লিন্ডস্ট্রান্ড বলেন, হামলার পরিকল্পনাটি খুব ভাল ছিল এবং ঐ ব্যক্তির সঙ্গে আরও কেউ কেউ জড়িত থাকতে পারে৷ শহরের প্রধান রেল স্টেশন বা বড় কোনো ডিপার্টমেন্টাল স্টোরে বিস্ফোরণের পরিকল্পনা ছিল বলে তাঁদের ধারণা৷

এদিকে তদন্তের অংশ হিসেবে রোববার রাতে উত্তর লন্ডনের একটি বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ৷

তবে সেখান থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং সেখানে বিপজ্জনক কোনো কিছুও পাওয়া যায়নি বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড৷ এমনকি ঠিক কোন বাড়িতে তল্লাশি চালানো হয়েছে সেটাও প্রকাশ করেনি পুলিশ৷

ব্রিটিশ সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন তারা সুইডিশ কর্তৃপক্ষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন৷ এর বাইরে তিনি তদন্ত নিয়ে আর কোনো কথা বলতে চাননি৷

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ডট এই হামলাকে সন্ত্রাসী কাজ বলে অভিহিত করেছেন৷ এছাড়া তিনি বলেন, হামলার পরও সুইডেনের পররাষ্ট্র নীতিতে কোনো পরিবর্তন হবেনা৷ বিশেষ করে আফগানিস্তানে সেনা মোতায়েনের বিষয়ে৷ উল্লেখ্য, গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, আফগানিস্তানে সেনা মোতায়েন এবং সুইডিশ এক কার্টুনিস্ট মহানবি (সা:) কে নিয়ে কার্টুন আঁকার কারণে এই হামলা হতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক