1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরেনার কার্টুন নিয়ে তোলপাড়

১২ সেপ্টেম্বর ২০১৮

অস্ট্রেলিয়ার এক কার্টুনিস্ট সেরেনা উইলিয়ামসকে নিয়ে একটি কার্টুন এঁকেছেন৷ এরই মধ্যে কার্টুনটি ‘বর্ণবাদী' ও ‘নারীর প্রতি অবমাননাকর' বলে সমালোচনার ঝড় উঠেছে৷ তবে কার্টুনিস্ট ও যে পত্রিকা এটি ছেপেছে, তারা তা মানছেন না৷

https://p.dw.com/p/34k4j
US Open Finale Serena Williams
ছবি: picture-alliance/AP Photo/A. Hunger

অস্ট্রেলিয়ার এক কার্টুনিস্ট সেরেনা উইলিয়ামসকে নিয়ে একটি কার্টুন এঁকেছেন৷ এরই মধ্যে কার্টুনটি ‘বর্ণবাদী' ও ‘নারীর প্রতি অবমাননাকর' বলে সমালোচনার ঝড় উঠেছে৷ তবে কার্টুনিস্ট ও যে পত্রিকা এটি ছেপেছে, তারা তা মানছেন না৷

কার্টুনটিতে মোটা ঠোঁট ও লম্বা নাকের সেরেনাকে দেখা যাচ্ছে টেনিস কোর্টে তাঁর .ব্যাকেটটির ওপর লাফাচ্ছেন৷ পাশেই শিশুদের একটি চুষনি পড়ে আছে৷ সম্ভবত ইউএস ওপেনের ফাইনালে সেরেনার আচরণকে ‘শিশুসুলভ' বলা অথবা নতুন মা হিসেবে তাঁকে দেখানোও উদ্দেশ্য ছিল কার্টুনিস্টের৷

পেছনে দেখা যাচ্ছে, চেয়ার আম্পায়ার লম্বা সোনালি চুলের আরেক টেনিস খেলোয়াড়কে বলছেন, ‘‘তুমি কি ওকে জিততে দিতে পারো?'' বোঝাই যাচ্ছে, এবারের ইউএস চ্যাম্পিয়ানকে বোঝানো হয়েছে৷

Kartoon | Serena Williams  von Mark Knight (picture-alliance/dpa/AP Photo/Heral Sun-News/M. Knight)
ছবি: picture-alliance/AP Photo/Herald Sun-News/M. Knight

কার্টুনিস্টের নাম মার্ক নাইট৷ ইউএস ওপেনের ফাইনালের পর সোমবার তা হেরাল্ড সান পত্রিকায় ছাপা হয়েছে৷

এরপর এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়৷ সামাজিক গণমাধ্যম ও বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডিয়া মোটামুটি একহাত নিয়ে নিয়েছে কার্টুনিস্ট মার্ক নাইটকে৷ অনেকেই এই কার্টুনকে নারীর প্রতি অবমাননাকর ও বর্ণবাদী বলে আখ্যায়িত করেছেন৷

এমনকি ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং টুইট করে একে ‘বর্ণবাদী' বলে আখ্যা দেন৷ কালোদের ব্যঙ্গ করে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর কুখ্যাত ‘জিম ক্রো ক্যারিকেচার'-এর সঙ্গে এই কার্টুনের তুলনা করেছেন কেউ কেউ৷

তবে তা অস্বীকার করেছেন মার্ক৷ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘কার্টুনটি ইউএস ওপেন ফাইনালে তাঁর আচরণকে নিয়ে করা হয়েছে৷ এর সঙ্গে জেন্ডার বা বর্ণবাদের কোনো সম্পর্ক নেই৷''

মেলবোর্ন থেকে প্রকাশিত পত্রিকা হেরাল্ড সান-ও কার্টুন ছাপানোর পক্ষে সাফাই গেয়েছে৷ পত্রিকাটি অস্ট্রেলিয়ার সংবাদ নেটওয়ার্ক নিউজ কর্পের একটি প্রতিষ্ঠান৷ নেটওয়ার্কের নির্বাহী চেয়ারম্যান মাইকেল মিলার বলেন, ‘‘সেরেনা উইলিয়ামসকে নিয়ে মার্ক নাইটের কার্টুনের সমালোচনার অর্থ হলো, মানুষ সংবাদ মাধ্যমের কার্টুন ও স্যাটায়ারকে ভুল বোঝা শুরু করেছে৷'' 

বুধবার আবারো পত্রিকাটি তাদের প্রথম পাতায় কার্টুনটি ছাপিয়েছে৷

উল্লেখ্য, গত শনিবার ইউএস ওপেনেরমেয়েদের ফাইনালে সেরেনা উইলিয়ামস চেয়ার আম্পায়ারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলেন৷ খেলায় পয়েন্ট হারিয়ে এক পর্যায়ে .ব্যাকেটও ভেঙে ফেলেন৷

জেডএ/এসিবি (এএফপি, ডিপিএ)