সেরা বাংলা ওয়েবসাইট | পাঠক ভাবনা | DW | 18.03.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সেরা বাংলা ওয়েবসাইট

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটের মনোমুগ্ধকর পরিবেশনা কোনভাবেই এড়াতে পারিনা৷ চলতি বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টের ...

ঢাকায় শ্রোতাসম্মেলনে বাংলা ওয়েবসাইট প্রেজেন্টেশন করছেন দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস৷

ঢাকায় শ্রোতাসম্মেলনে বাংলা ওয়েবসাইট প্রেজেন্টেশন করছেন দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস৷

সঙ্গে ছবি ওয়েবসাইটকে সময়ের সেরা বাংলা ওয়েবসাইটের সম্মান ও স্বীকৃতি দিয়েছে৷ ডয়চে ভেলের একনিষ্ঠ ও গুণমুগ্ধ ভক্ত শ্রোতা ও ওয়েবসাইট ইউজার হিসেবে পুলক বোধ করি৷ আশা করি আপনাদের এই অব্যাহত প্রয়াস আরো ব্যাপকতা ও জনপ্রিয়তা পাবে৷ অনেক অনেক ধন্যবাদ৷ আশরাফুল ইসলাম, অন্বেষা রেডিও লিসনার্স ক্লাব, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

এ সপ্তাহের পশ্চিমের জানালা পর্বে লবিং সম্পর্কে সাধারণ মানুষ এবং রাজনীতিকদের সাথে এর সম্পর্ক নিয়ে জানলাম৷ কানন রানী টিকাদার, জলির পাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

গতরাতের ইউরোপের জানালায় কোলন শহরের লবি কন্ট্রোল ক্লাব সম্পর্কে একেবারে সম্পূর্ণ একটি ভিন্নধর্মী পরিবেশনা শুনতে পেলাম. যদিও বিষয়টি একটু জটিল বলেই মনে হলো৷ বার্লিনে লবি কার্যকলাপের প্রতি নজর রেখে, রাজনৈতিক প্রভাব খাটাবার লক্ষ্যে

বিভিন্ন সংগঠন ও দলের গৃহীত উপায়গুলি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আরও বেশি স্বচ্ছতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ক্লাবটি যে কাজ করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসনীয় ৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷