1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসেনেগাল

সেনেগালে হাসপাতালে আগুন, মৃত ১১ সদ্যোজাত

২৭ মে ২০২২

সেনেগালের টিভাওয়ানে হাসপাতালে আগুন লেগে মারা গেল ১১টি সদ্যোজাত শিশু। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

https://p.dw.com/p/4BuxM
হাসপাতালে আগুন লেগে সদ্যোজাত শিশুর মৃত্যুর পর শোকার্ত পরিবার।
হাসপাতালে আগুন লেগে সদ্যোজাত শিশুর মৃত্যুর পর শোকার্ত পরিবার। ছবি: Zohra Bensemra/REUTERS

সেনেগালের প্রেসিডেন্ট এখন অ্যাঙ্গোলা সফরে আছেন। সেখান থেকে তিনি জানিয়েছেন, ''টিভাওয়ানের হাসপাতালে আগুন লাগে। সেই আগুনে ১১টি সদ্যোজাত শিশু মারা যায়। আমি মা ও পরিবারের মানুষকে গভীর সমবেদনা জানাচ্ছি।''

সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ''প্রাথমিক তদন্তের পর দেখা গেছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।'' এই ঘটনার পর প্রেসিডেন্ট ম্যাকি সাল স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী এখন ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির বৈঠকে যোগ দিতে জেনেভাতে। তিনি সফর কাটছাঁট করে দেশে ফিরছেন।

দমকল ও পুলিশ কর্মীরা হাসপাতালে আছেন। এর বাইরে আর কোনো তথ্য সরকারের তরফ থেকে দেয়া হয়নি।

একের পর এক দুর্ঘটনা

হাসপাতালে এই আগুনের ঘটনা সেনেগালের স্বাস্থ্য পরিষেবার বেহাল ছবি সামনে এনেছে। গত মাসেই এক গর্ভবতী নারী ২০ ঘণ্টা ধরে চেষ্টা করেও হাসপাতালে সিজারিয়ান করতে না পেরে মারা গেছেন। গত এপ্রিলে সেনেগালের অন্য একটি হাসপাতালে আগুন লেগে চারজন শিশুর মৃত্যু হয়েছে।

বিরোধী নেতা ডিয়ালো বলেছেন, ''যথেষ্ট হয়েছে। আমরা এভাবে শিশুমৃত্যু মেনে নিতে রাজি নই।''

জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি)