1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনা আতঙ্কে তটস্থ ছিলেন জারদারি

১ ডিসেম্বর ২০১০

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সেনা আতঙ্কে ভুগছিলেন৷ মনে করেছিলেন ক্ষমতাধর সামরিক বাহিনী তাঁকে হয়তো প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেবে৷ এমনই এক গোপন কথা ফাঁস করল উইকিলিক্স৷

https://p.dw.com/p/QMOb
পাকিস্তানের প্রেসিডেন্ট আসফি আলী জারদারিছবি: AP

জারদারির সেনা আতঙ্ক

২০০৯ সালের জানুয়ারিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে সেনাবিদ্রোহের আতঙ্কের কথা জানান আসিফ আলি জারদারি৷ উইকিলিক্সের ফাঁস করা গোপন নথির বরাতে এই তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস৷ পত্রিকাটি জানায়, জারদারির এই মন্তব্য থেকে এটা পরিস্কার নয় যে, তাঁকে মেরে ফেলার আশঙ্কা ছিল নাকি শুধুই ক্ষমতা থেকে সরাতে চাইছিল সেনারা৷ ইসলামাবাদের মার্কিন দূতাবাস থেকে এমন গোপন কূটনৈতিক বার্তা পাঠানো হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ে৷ এতে দেখা যাচ্ছে, পাকিস্তানের অজনপ্রিয় বেসামরিক সরকারকে সহায়তা করা নিয়ে উভয় সঙ্কটে পড়েছিল মার্কিনিরা৷ এতে করে আফগানিস্তানে মার্কিন সেনা অবস্থানের প্রতি পাকিস্তানি সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহানুভূতি কমার দুশ্চিন্তা ছিল৷

Flash-Galerie Logo WikiLeaks
উইকিলিক্স এর লোগো

জঙ্গি দমন

এই বছরের অক্টোবর পর্যন্ত তিন বছর মেয়াদে ইসলামাবাদে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন অ্যানা পেটারসন৷ টাইমস জানাচ্ছে, পাকিস্তানকে কোটি ডলার সহায়তার মাধ্যমে আরো সহযোগী করার উদ্যোগ নিয়ে সন্দেহ পোষন করেছিলেন পেটারসন৷ তাছাড়া তালেবান জঙ্গিদের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করায় ব্যাপারে অনিচ্ছুক ছিল পাকিস্তান৷ কেননা পাকিস্তান আফগানিস্তানে তাদের প্রভাব প্রতিপত্তি এতটাই বাড়িয়ে রাখতে চায়, যাতে ভারত সেখানে নাক গলাতে না পারে৷ তাই কোটি ডলারের সহায়তা সত্ত্বেও পাকিস্তান জঙ্গি নিধনে কতটা সচেষ্ট তা নিয়ে সন্দিহান মার্কিন যুক্তরাষ্ট্র৷

জুলিয়ানকে খুঁজছে আন্তর্জাতিক পুলিশ

উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল সুইডেনে৷ এরপর ১৮ই নভেম্বর সুইডেন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ এই অভিযোগের কারণে বুধবার ইন্টারপোল জুলিয়ানকে গ্রেপ্তারের আন্তর্জাতিক পরোয়ানা জারি করেছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য