1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সূর্যের কাছে যাচ্ছে স্যাটেলাইট

৯ মার্চ ২০২০

এবার সূর্যে যাচ্ছে স্যাটেলাইট৷ শুনে চমকে গেলেন? এতো ভয়াবহ একটা আগুনের গোলার পাশে স্যাটেলাইট কীভাবে টিকে থাকবে ভাবছেন? তাছাড়া এতো চোখ ধাঁধানো আলোর বিকিরণে ছবি তোলা, তথ্য পাঠানোর কাজই বা কীভাবে করবে স্যাটেলাইট? এ সবেরই উত্তর দিচ্ছেন বিজ্ঞানীরা৷ সূ্র্যের অনেক কাছাকাছি যাবে এই স্যাটেলাইট৷ উদ্দেশ্য – সূর্যের ঝড় ও চৌম্বক ক্ষেত্র সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করা৷

https://p.dw.com/p/3Z4zc