1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুস্থ হওয়ার জোর লড়াইয়ে মাশরাফি

২২ জানুয়ারি ২০১১

চোট সারিয়ে দলে ফেরার জন্য মরিয়া হয়ে আছেন দেশের সেরা পেসার মাশরাফি বিন মোর্তাজা৷ তাই ছুটির দিনেও সবাই যখন অবসরে, তখন তিনি মাঠে অনুশীলনে ব্যস্ত৷ অন্যদিকে আজই শ্রীলংকায় যাচ্ছেন তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করতে৷

https://p.dw.com/p/100vT
ছবি: AP

ক্রিকেট কেবল পেশা কিংবা খেলা নয়, তার চেয়েও যেন বেশি কিছু মাশরাফির কাছে৷ তাই আসন্ন বিশ্বকাপের জাতীয় দল থেকে বাদ পড়ার পর চোখের পানি আটকে রাখতে পারেননি এই সাবেক অধিনায়ক৷ নিজ দেশে বিশ্বকাপে খেলতে পারছেন না এটি জানার পর বলেছিলেন তাঁর জীবনের সবচেয়ে দুঃখের দিন এটি৷ কিন্তু তারপরও একটু যেন আশার আলো রয়ে গেছে৷ যদি আগামী ৯ ফেব্রুয়ারির আগেই চোট সারিয়ে সুস্থ হওয়া যায় তাহলে হয়তো বিশ্বকাপের দ্বার তাঁর জন্য খোলা থাকছে, তেমনটি ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচকরা৷ সেজন্য মাশরাফি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের ফিটনেস ফিরে পেতে৷ দলে নেই তো কি হয়েছে, তার জন্য অনুশীলন তো আর থেমে থাকতে পারে না৷ তাই জাতীয় দলের সব খেলোয়াড় এখন ছুটিতে থাকলেও মাশরাফিকে দেখা যাচ্ছে প্রশিক্ষণ শিবিরে৷ তার সঙ্গে অবশ্য রয়েছেন জাতীয় দলের আরেক বোলার রুবেল হোসেন৷ শুক্রবার মাশরাফির প্রাকটিসের সময় ছিলেন জাতীয় দলের ফিজিও মাইক হেনরি৷ আর শনিবার তাঁর সঙ্গে যোগ দেন বোলিং কোচ ইয়ান পন্ট৷ এই সময় অর্ধেক রান আপ নিয়েই চার ওভার বোলিং করেছেন মাশরাফি৷ তাঁর অবস্থার উন্নতিতে যে ফিজিও মাইক হেনরি সন্তুষ্ট সেটা বোঝা যাচ্ছে৷ কারণ তিনি আশা করছেন যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকেই পুরো রানআপ নিয়ে বোলিং করতে পারবেন মাশরাফি৷

অন্যদিকে মাশরাফির চোট নিয়ে কোন মতামত এখনও দেননি বিশেষজ্ঞ অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়াং৷ তাঁর দেওয়া প্রতিবেদনের ওপর অনেকখানি নির্ভর করছে মাশরাফির ভবিষ্যত৷ তাই তাঁকে নিজের অবস্থা দেখানোর জন্য আজই শ্রীলংকা উড়ে যাচ্ছেন এই পেসার৷ বার্তা সংস্থা বিডি নিউজ টোয়েন্টিফোরকে মাশরাফি বলেন, ‘‘ইয়াং আমার পায়ের অবস্থা দেখতে চেয়েছেন, পরে প্রতিবেদন দেবেন৷ তাঁর প্রতিবেদনের ওপর অনেক কিছু নির্ভর করছে৷'' উল্লেখ্য, এর আগেও ইয়াং মাশরাফির চোটের চিকিৎসা করেছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য