1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুফি সূত্রে বাঁধা পড়ল কলকাতা

৮ ফেব্রুয়ারি ২০১১

কলকাতায় সদ্য হয়ে গেল তিনদিনের এক সুফি গানের উৎসব, সুফি সূত্র৷ বাংলা নাটক ডট কম এবং পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের যৌথ উদ্যোগে এই উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক ছিল ইউরোপীয় ইউনিয়ন৷

https://p.dw.com/p/10Cg2
উৎসবে গান গাইছেন একজনছবি: DW

কাওয়ালি, সুফি আর বাউল ফকিররা গান গাইতে এসেছিলেন ভারতের উত্তর প্রদেশ, রাজস্থান, দিল্লি, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের নদীয়া ও মুর্শিদাবাদ থেকে৷ শিল্পীরা এসেছিলেন ইরান, সিরিয়া, মিশর, তাজিকিস্তান, আফগানিস্তান এবং প্রতিবেশী বাংলাদেশ থেকে৷ খোলা আকাশের নিচে বাঁধা মুক্তমঞ্চে তিনদিনের এই উৎসবে ওরা মাতিয়ে দিয়ে গেলেন শহর কলকাতাকে৷

সুফি গানের এই উৎসবে উদ্দেশ্যমূলকভাবেই রাখা হয়েছিল বাংলার বাউল ফকিরদের৷ ওঁরাও যে সমানভাবে সুফি দর্শনের শরিক, সে সম্পর্কে মানুষকে সচেতন করতে৷ বললেন বাংলা নাটক ডট কমের প্রধান অমিতাভ ভট্টাচার্য৷

বাংলাদেশ থেকে গান গাইতে এসেছিলেন লালন গোষ্ঠীর শিল্পীরা৷ ডয়চে ভেলের সঙ্গে এক অন্তরঙ্গ আলাপচারিতায় ওঁরা খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছিলেন সুফি কারা, আর বাউলই বা কারা৷

সুফি উৎসবের প্রতিদিনই সকালে বিভিন্ন দেশের শিল্পীরা যোগ দিচ্ছিলেন এক কর্মশালায়৷ পারস্পরিক ভাব বিনিময় থেকে আধ্যাত্মিকতার ব্যাখ্যা, কথা থেকে অনায়াসে গানে পৌঁছে যাওয়া, সব মিলিয়ে এক আলাদা আকর্ষণ ছিল অনুষ্ঠানের অবসরে এই আড্ডায়৷

কলকাতার সুফি উৎসব এবারের মত শেষ হল বটে, কিন্তু সহজিয়া জীবনদর্শন আর সহজতর তার সঙ্গীত যেন মনের খিদে আরও বাড়িয়ে দিয়ে গেল৷ শেষ সন্ধ্যার অনুষ্ঠানে, যখন দর্শক-শ্রোতার উত্তাল সুরের মাতনে, তখন অনেককেই বলতে শোনা গেল, আবার কবে হবে এমন উৎসব৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন