1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপেয় পানি পাওয়ার অধিকার একটি মানবাধিকার: জাতিসংঘ

২৯ জুলাই ২০১০

সুপেয় পানি পাওয়ার অধিকারকে মানবাধিকার হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ৷ বুধবার জাতিসংঘের তরফ থেকে এই ঘোষণা দেয়া হয়৷ বিশ্বের প্রায় ৯০ কোটি মানুষের জন্যে পানীয় জলের কোন নির্ভরযোগ্য উৎস নেই৷ যে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়৷

https://p.dw.com/p/OX5J
দূষিত পানি পান করে প্রতি বছর ১৫ লাখ শিশু প্রাণ হারাচ্ছেছবি: UNI

প্রস্তাবটি জাতিসংঘে উত্থাপন করে বলিভিয়া৷ তবে এতে স্বাক্ষর করেছে আরো ৩৩টি দেশ৷ প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১২১টি৷ আর ভোটদান থেকে বিরত ছিল ৪১টি দেশ৷ জাতিসংঘের স্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, দূষিত পানি পান করে প্রতি বছর ১৫ লাখ শিশু প্রাণ হারাচ্ছে৷

সুপেয় পানি পাওয়ার অধিকারের পাশাপাশি ঐ প্রস্তাবে পয়নিষ্কাশন পদ্ধতির সুবিধে পাওয়ারও আহ্বান রয়েছে৷ সুপেয় পানি পাওয়ার অধিকারকে মানবাধিকারের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এখনও কোন আইনি ভিত্তি তৈরি না হলেও, জাতিসংঘের এই ঘোষণা বিশ্বব্যাপি সচেতনতা তৈরি করবে বলেই বিশ্লেষকরা মনে করছেন৷

বিশ্বের প্রতিটি মানুষের জন্যে বিশুদ্ধ পানি এবং পয়নিষ্কাশন সুবিধে নিশ্চিত করতে সদস্য দেশগুলোর প্রতি তহবিল, প্রযুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷

যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থেকে বলেছে, প্রস্তাবটি খুব সংক্ষিপ্ত৷ জাতিসংঘে মার্কিন মিশনের সদস্য জন এফ সামিস বলেন, স্বচ্ছ এবং সঠিকভাবে প্রস্তাবটির খসড়া তৈরি করা হয়নি৷ একই সঙ্গে তিনি বলেন, সুপেয় পানি পাওয়ার অধিকারকে মানবাধিকার হিসেবে জাতিসংঘ ঘোষণা করলেও, জেনেভা বা জাতিসংঘ কোথাও বিষয়টিকে সতর্কতার সঙ্গে বিবেচনায় আনেনি৷

প্রস্তাবের পক্ষে প্রায় সর্বসম্মতিক্রমে সমর্থন দিয়েছে উন্নয়নশীল দেশগুলো৷ জার্মানিও প্রস্তাবের পক্ষে ভোট দেয়৷ জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, সুপেয় পানি পাওয়ার অধিকার নিশ্চিত করতে দায়িত্বের ক্ষেত্রে একটি স্পষ্ট দিক নির্দেশনা থাকলে ভালো হয়৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই