1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইপার থেকে কোটিপতি ‘হিরোইন সম্রাজ্ঞী’

১০ ডিসেম্বর ২০১০

নরসংদীর ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে চালককে৷ রয়েছে খালেদার আসবাবপত্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য৷ ভারতের ঋণের ক্ষেত্রে শর্তের শক্ত বাধঁন নিয়ে প্রতিবেদন৷ আর হিরোইন সম্রাজ্ঞীর কোটিপতি হওয়ার গল্প৷

https://p.dw.com/p/QUlQ
হিরোইন বিক্রি করে কোটিপতি মা-মেয়ে (ফাইল ফটো)ছবি: AP

ট্রেন দুর্ঘটনা

‘নরসিংদীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালকের ভুল নাশকতারও গন্ধ!' - দৈনিক কালের কণ্ঠ করেছে এই শিরোনাম৷ বুধবারের ট্রেন দুর্ঘটনায় আনুষ্ঠানিক মৃতের সংখ্যা ১০৷ কয়েক মৃতের লাশ সরিয়ে ফেলারও অভিযোগ উঠেছে৷ দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে চট্টলা এক্সপ্রেসের চালকের ভুলকে দায়ী করা হচ্ছে৷ তবে এটি শুধুই চালকের ভুল নাকি পরিকল্পিত নাশকতা তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা৷ একই বিষয়ে দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘চট্টলার চালকের ভুলেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা'৷

খালেদা জিয়ার আসবাবের হিসাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী নেত্রী খালেদা জিয়ার বাড়ির আসবাবপত্রের হিসাব দিয়েছেন সংসদে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সহ কয়েকটি পত্রিকা এই খবর দিয়েছে৷ শিরোনাম, ‘খালেদার আসবাবের হিসাব দিলেন হাসিনা'৷ মামলার সময়ই খালেদার বাড়ির অনেক জিনিসপত্র সরানো হয়েছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী৷ এছাড়া বিরোধী নেত্রীর আয়ের উৎসও জানতে চেয়েছেন তিনি৷ দৈনিক সমকাল এই বিষয়ে জানাচ্ছে, ‘খালেদার ‘বিলাসী জীবন' নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর'৷

ভারতের ঋণের ক্ষেত্রে বাধ্যবাধ্যকতা

দৈনিক প্রথম আলো দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘ভারতের সিদ্ধান্তই চূড়ান্ত'৷ রাষ্ট্রীয় ঋণের আওতায় ভারতের এক্সিম ব্যাংক থেকে পাওয়া ১০০ কোটি ডলারের পণ্য ও সেবা ভারতের কাছ থেকেই কিনতে হবে৷ সম্প্রতি ঢাকা সফরে এসে এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক নাদিম পাঞ্জেতান এই শর্তের কথা বলেন৷ তবে সরকারি বিভিন্ন সংস্থা জানাচ্ছে, ভারত থেকে সব পণ্য কেনা বাংলাদেশের জন্য লাভজনক নাও হতে পারে৷ বিশেষ করে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ক্ষেত্রে ভারতের পণ্য এখনও মানসম্পন্ন অবস্থানে যেতে পারেনি৷ তাছাড়া এই ঋণ কেন নেয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা৷

কোটিপতি ‘হিরোইন সম্রাজ্ঞী'

দৈনিক সমকালের শিরোনাম, ‘কোটি টাকার হিরোইনসহ মা-মেয়ে গ্রেফতার'৷ এক কেজি হিরোইনসহ বিএনপি বস্তির মাদক ব্যবসায়ী হাজী করিমুন্নেসা (৫০) ও তার মেয়ে রানী আক্তারকে (৩০) আটক করেছে নিরাপত্তা বাহিনী৷ ২০ বছর আগে মোহাম্মদপুর এলাকায় সুইপার ছিলেন করিমুন্নেসা৷ অথচ বর্তমানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় তার নয়টি বাড়ি রয়েছে, একাধিক বিলাসবহুল গাড়িও রয়েছে মা-মেয়ের৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম