1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডেনে আত্মঘাতী হানা, নিহত ১

১২ ডিসেম্বর ২০১০

সুইডেনের রাজধানী স্টকহোমে আত্মঘাতী হানায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ১ জন, আহত দুই৷ এতে ক্ষয়ক্ষতির বড় কোন খবর অবশ্য পাওয়া যায়নি৷ ইতিমধ্যে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এটিকে সন্ত্রাসী হানা হিসেবে নিশ্চিত করেছেন৷

https://p.dw.com/p/QWEM
সুইডেনের রাজধানী স্টকহোম (ফাইল ফটো)ছবি: DW

স্টকহোমে বিস্ফোরণ

সুইডেনের স্টকহোমের কেন্দ্রে শনিবার পরপর দু'টি বিস্ফোরণ ঘটে৷ সেদেশের পররাষ্ট্রমন্ত্রী কার্ল বিল্ট এই বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হানা হিসেবে আখ্যা দিয়েছেন৷ টুইটার বার্তায় কার্ল জানান, স্টকহোমের কেন্দ্রে এই সন্ত্রাসী হানা ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে৷ এটি ব্যর্থ হামলা কিন্তু সত্যিকার অর্থেই বিপর্যয়কর হতে পারতো৷ এদিকে, সুইডেনের একটি টেলিভিশন জানাচ্ছে, হামলায় নিহত একমাত্র ব্যক্তিটি হচ্ছে আত্মঘাতী হামলাকারী৷ নিহতের পাশে একটি নখভর্তি ব্যাগও পাওয়া গেছে৷

যেভাবে হামলা

পুলিশের বরাতে বার্তাসংস্থা এএফপি এবং রয়টার্স জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ৷ স্টকহোমের কেন্দ্রে একটি গাড়ির কাছে এই বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হন৷ এর কয়েক মিনিট পর প্রথম বিস্ফোরণের ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে আরেকটি বিস্ফোরণে প্রাণ হারায় আত্মঘাতী হামলাকারী নিজেই৷ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হামলাকারীর পেটে বিস্ফোরণ ঘটেছে৷ তার চেহারা কিংবা শরীরের অন্য অংশে কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি৷ কেনাকাটার রাস্তায় এই বিস্ফোরণ ঘটলেও আশেপাশের দোকানপাটেরও কোন ক্ষতি হয়নি৷ একাধিক সুইডিশ গণমাধ্যমের দাবি, আত্মঘাতী হামলাকারীর কাছে ছয়টি পাইপবোমা ছিল, যার মধ্যে শুধু একটি বিস্ফোরিত হয়৷

জঙ্গি গোষ্ঠীর ই-মেল

স্টকহোমে প্রথম বিস্ফোরণের ১০ মিনিট আগে একটি ই-মেল পায় সেদেশের বার্তা সংস্থা টিটি৷ সেখানে অনির্দিষ্ট হামলার উল্লেখ ছিল৷ টিটি জানায়, সম্ভবত আফগানিস্তানে সুইডেনের সেনাদের অবস্থানের প্রতিবাদে কোন জঙ্গি গোষ্ঠী এই হামলা চালিয়েছে৷ কেননা, ই-মেইল বার্তায় লেখা আছে, এখন তোমাদের শিশুরা, কন্যারা এবং বোনেরা সেভাবেই মারা যাবে, যেভাবে আমাদের ভাইয়েরা, বোনেরা এবং শিশুরা মারা যাচ্ছে৷ তবে, কোন জঙ্গি গোষ্ঠী এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম