1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলা, নিহত অর্ধশতাধিক

৮ এপ্রিল ২০১৮

সিরিয়ার গুটার পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সবশেষ শক্তিশালী ঘাঁটি লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে আসাদ বাহিনী৷ হামলায় এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ত্রাণ সংগঠনগুলো৷

https://p.dw.com/p/2vfjC
ছবি: picture alliance/AA/Halil el-Abdullah

হোয়াইট হেলমেটস স্বেচ্ছাসেবী উদ্ধারকারী গ্রুপটি টুইটারে লিখেছে, শনিবার হেলিকপ্টারে করে দৌমায় এই রাসায়নিক বোমা নিক্ষেপ করা হচ্ছে৷ নিহত হয়েছে অন্তত ৭০ জন৷ আহত অনেকে৷ টুইটারে তারা আরও লিখেছেন, যেসব স্থানে মানুষ আশ্রয় নিয়েছিল সেখানেও বোমা ফেলা হয়েছে, তাই শ্বাসরুদ্ধ হয়ে ঠিক কতজন প্রাণ হারিয়েছে তার সঠিক হিসাব দেয়া সম্ভব নয়৷

রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারবাহিনী বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটিটি নস্যাৎ করতে এই হামলা চালাচ্ছে৷ হামলায় ঠিক কতজন প্রাণ হারিয়েছেন, তার সঠিক সংখ্যা জানা যায়নি৷ বিভিন্ন ত্রাণ সংগঠন ভিন্ন ভিন্ন পরিসংখ্যান দিয়েছেন৷ কেউ বলছেন ২৫, কেউ ৩৫ আবারও কেউবা ৪৯৷ আহতের সংখ্যা পাঁচ শতাধিক বলে জানিয়েছে বেশিরভাগ সংগঠন৷ দৌমা হাসপাতালেও ক্লোরিন বোম ফেলা হয়েছে, যেখানে মারা গেছে ছ'জন৷

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা যথারীতি এইসব অভিযোগ অস্বীকার করেছে৷ তারা প্রতিবেদনে বলছে, যেসব সংগঠন সন্ত্রাসীদের মদদ দেয়, তারাই বানোয়াট খবর দিচ্ছে৷
মার্কিন পররাষ্ট্র অধিদপ্তর শনিবার রাতে জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যদি রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়ে থাকে, এর জন্য দায়ী হবে আসাদ সরকার এবং এই সরকারকে যারা মদদ দিচ্ছে৷ ''

সিরিয়ায় সাত বছরের গৃহযুদ্ধে গুটাতে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হচ্ছে৷ এই একটি এলাকাতেই গত কয়েক মাসের হামলায় এ পর্যন্ত ১৬০০ মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷
এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)