1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার গোলার আঘাতে ইসরায়েলের বিমান ভূপাতিত

১০ ফেব্রুয়ারি ২০১৮

সিরিয়ার ছোড়া গোলার আঘাতে ইসরায়েলের একটি জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে সেদেশের সেনাবাহিনী৷ সিরিয়ার গৃহযুদ্ধকে কেন্দ্র করে ইরান, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে এ নিয়ে আরো সংকট ঘনীভূত হবে বলে আশংকা করা হচ্ছে৷

https://p.dw.com/p/2sRb2
ছবি: Reuters/H. Shapira

শনিবার সিরিয়া থেকে পাঠানো ইরানের একটি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে সেটি আটকে দেয়া হয় বলে  ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে৷ এর জবাবে সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে বিমান হামলা শুরু করে ইসরায়েল৷ পাল্টা জবাব দিতে সিরিয়া বিমানবিধ্বংসী গোলা ছোড়া শুরু করে৷ সিরিয়ার এক সেনা মুখপাত্র জানান, একটি গোলা জঙ্গি বিমান এফ-১৬ এ আঘাত হানলে সেটি ভূপাতিত হয়৷  তবে বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে৷ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

স্থানীয়রা জানান, তারা ওই সময় জর্ডান ও সিরিয়া সীমান্তে বড় বড় বিস্ফোরণের শব্দ পেয়েছেন৷ সিরীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়, শনিবার ইসরায়েলের ‘আগ্রাসনের' জবাব দিতে একটি সেনাঘাঁটি থেকে তাদের ‘একাধিক জঙ্গিবিমানে' আঘাত হানা হয়েছে৷

ইসরায়েলের পুলিশ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে জেজরিল উপত্যকায় বিমানটি ভূপাতিত হয়৷ তাদের দুই পাইলট গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়,  ইরানের একটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করায় তারা হামলা চালাতে বাধ্য হয়েছে৷ ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)