1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক অভিযানের প্রস্তুতি

২৭ আগস্ট ২০১৩

রাসায়নিক গ্যাস হামলার জন্য এবার সিরীয় সরকারকে হুশিয়ার করল যুক্তরাষ্ট্র৷ এ জন্য দেশটিকে কঠোর জবাব দিতে হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি৷

https://p.dw.com/p/19Wan
ছবি: picture-alliance/AP

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া ইস্যুতে একমত না হওয়ায় দ্য হেগ-এ এ সপ্তাহে সিরিয়ার মিত্র দেশ রাশিয়ার সাথে যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র৷

এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা চরম রূপ নিয়েছে৷ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেনাডি গাটিলভ টুইটারে লিখেছেন, সিরিয়ায় যখন সামরিক অভিযানের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তখন দুদেশের মধ্যে এ আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হতে পারতো৷

UN Inspektoren in Syrien 26.08.2013
সিরিয়ায় জাতিসংঘের পরিদর্শক দলছবি: Reuters

যুক্তরাষ্ট্রের প্রস্তুতি

গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, সিরিয়ায় ক্রুজ মিসাইল হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন এবং তার সহযোগী দেশগুলো৷ এরই মধ্যে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র ক্রুজ মিসাইল সমৃদ্ধ চারটি যুদ্ধজাহাজ স্থাপন করেছে বলে নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তারা৷

হামলায় দায় আসাদ সরকারের

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, নিষ্পাপ মানুষ, শিশু, নারী এবং বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করে নৈতিক সীমা লঙ্ঘন করেছে সিরিয়া সরকার৷ সোমবার টেলিভিশনে দেয়া বিবৃতিতে কেরি বলেন, যা ঘটেছে প্রেসিডেন্ট আসাদ তার কোনটাই অস্বীকার করতে পারেন না৷ বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত মানুষদের ওপর যারা সবচেয়ে ঘৃণ্য অস্ত্র যারা ব্যবহার করেছে, তাদের অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি৷

কেরি আরো জানান, তাদের কাছে এ হামলা সম্পর্কিত আরো তথ্য রয়েছে এবং সব তথ্য একসাথে করে সহযোগী দেশগুলো একসাথে হয়ে তারপর জনসমক্ষে সেগুলো খুব শিগগিরই তুলে ধরা হবে৷

Syrien Tauben sind mutmaßlich von Giftgas getötet worden
গ্যাস হামলার পরবর্তি অবস্থাছবি: Reuters

জাতিসংঘের বক্তব্য

কেরি যখন এই বিবৃতি দিচ্ছেন, তখন জাতিসংঘের পরিদর্শকরা গত সপ্তাহে গ্যাস হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা করছিলেন৷ পরিদর্শকদের বহনকারী গাড়িবহরটি যখন দামেস্কের উপকণ্ঠে হামলার স্থানে যাচ্ছিল তখন ঐ বহরের উপর গুলি চালানো হয়৷ কিন্তু তারপরও তারা নিকটবর্তী দুটি হাসপাতালে গ্যাস হামলার শিকার ব্যক্তিদের সাথে দেখা করতে সমর্থ হন৷

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের জানান, সুইডিশ বিশেষজ্ঞ আকে সেলস্টর্ম এর নেতৃত্বে দলটি এরই মধ্যে বেশ কিছু তথ্য প্রমাণ যোগাড় করেছে৷

জাতিসংঘ মহাসচিব বান কি মুন জানান, ভয়াবহ পরিস্থিতির মধ্যে পরিদর্শকরা দুটি হাসপাতাল পরিদর্শন করে হামলার শিকার ব্যক্তি, প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসকদের সাক্ষাৎকার নিয়েছেন৷ এছাড়া তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে বলেও জানান তিনি৷

Syrien Rebellen berichten von Giftgasangriff im Region Ghouta
গ্যাস হামলার শিকারছবি: Reuters

বান আরো জানান, জাতিসংঘ সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের বিরুদ্ধে শক্ত অভিযোগ তৈরি করেছে৷ যদিও এই দূরলক্ষ্যভেদী গুলিবর্ষণের জন্য সরকার ও বিদ্রোহী দুপক্ষ একে অপরকে দোষারোপ করছে৷

পাল্টাপাল্টি অভিযোগ

যুক্তরাষ্ট্রের অভিযোগ, গ্যাস হামলার চালানোর স্থানটিতে ক্রমাগত গোলা ফেলে সব তথ্য প্রমাণ নষ্ট করেছে সিরিয়া সরকার৷ অন্যদিকে, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে বলেছেন, আসাদ সরকার যে রাসায়নিক গ্যাস হামলা চালিয়েছে এর কোন তথ্য প্রমাণ নেই৷ এর পেছনে বিদ্রোহীদের হাত রয়েছে বলে দাবি করেছেন তিনি৷

ক্যামেরন তার ছুটি সংক্ষিপ্ত করেছে ব্রিটেনে ফিরে এসেছেন এবং ফ্রান্সের সাথে মিলে সিরিয়ার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন বলে জানিয়েছে ক্যামেরনের অফিস৷

G 8 Treffen in Nordirland Putin
আসাদ সরকার যে রাসায়নিক গ্যাস হামলা চালিয়েছে এর কোন তথ্য প্রমাণ নেই: পুটিনছবি: picture alliance/Photoshot

জর্ডানে সেনা কর্মকর্তারা

জর্ডান কর্তৃপক্ষ জানিয়েছে, সিরিয়া যুদ্ধে ঐ অঞ্চলে কী প্রভাব পড়তে পারে এ বিষয়ে আলোচনা করতে সোমবার থেকে জর্ডানে জড়ো হতে শুরু করেছেন পশ্চিমা ও মুসলিম বিশ্বের শীর্ষ সেনা কর্মকর্তারা৷ মার্কিন সেনা প্রধান জেনারেল মার্টিন ডেম্পসেও এতে অংশ নেবেন৷

সিরিয়া সংকট নিয়ে এরই মধ্যে হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ইসরায়েলের একজন সিনিয়র প্রতিনিধি৷

সামরিক পদক্ষেপ

চীন ও রাশিয়ার এরই মধ্যে জানিয়ে দিয়েছে, সামরিক অভিযানের পক্ষে কোন খসড়ায় তারা সমর্থন দেবে না৷ তবে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, পশ্চিমা বিশ্বের উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্ণ সমর্থন ছাড়াই কঠোর পদক্ষেপ নেয়া৷

Symbolbild Obama Reaktion auf Giftgaseinsatz in Syrien
প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসের সমর্থন ছাড়া সামরিক অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেনছবি: Reuters

এমনকি প্রেসিডেন্ট ওবামাও কংগ্রেসের সমর্থন ছাড়া সামরিক অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন৷ সে ক্ষমতা রয়েছে তাঁর৷

রাশিয়া এরই মধ্যে হুঁশিয়ার করে দিয়েছে, যেকোন ধরনের সামরিক অভিযানের ফলাফল হবে ভয়াবহ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পূর্ণ সমর্থন ছাড়া সেটা করলে তা হবে অবৈধ৷

এশিয়ার শেয়ারবাজারে ধস

সিরিয়া সংকটের জেরে মঙ্গলবার এশিয়ার দেশগুলোতে শেয়ারবাজারের সূচক নিম্নমুখী হয়েছে আর তেলের দাম ঊর্ধ্বমুখী৷ ২৯ মাস ধরে চলা সিরিয়া যুদ্ধ এখন সংকটের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়৷

এপিবি / এসবি (এএফপি)