1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক

১৮ এপ্রিল ২০১৮

সিআইএ প্রধান হিসেবে মাইক পম্পেও গোপনে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে দাবি করা হচ্ছে৷ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কোরীয় সংকটের অবসানের আশা প্রকাশ করেছেন৷

https://p.dw.com/p/2wEKP
কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প
ছবি: picture-alliance/AP/dpa/Wong Maye-E

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সত্যি পরস্পরের মুখোমুখি হবেন, এমনটা বিশ্বাস করা বেশ কঠিন৷ কিন্তু এমন শীর্ষ বৈঠকের প্রস্তুতি যে জোরকদমে চলছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে৷ ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের সূত্র অনুযায়ী, এপ্রিল মাসের শুরুতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান মাইক পম্পেও গোপন সফরে উত্তর কোরিয়া গিয়ে সে দেশের শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ ঠিক তার পরেই পম্পেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন৷

হোয়াইট হাউস ও সিআইএ অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি৷ তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা উচ্চ পর্যায়ের এই গোপন বৈঠকের সত্যতা স্বীকার করেছেন৷ তাঁরা বলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান এই বৈঠকের আয়োজন করেছিলেন৷ তাঁদের দাবি, আলোচনায় সন্তুষ্ট হয়ে পম্পেও শীর্ষ বৈঠকের পক্ষে সওয়াল করেছেন৷ উল্লেখ্য, ট্রাম্প নিজে মঙ্গলবার জানিয়েছিলেন যে, দুই দেশের মধ্যে ‘অতি উচ্চ পর্যায়ে' সরাসরি আলোচনা চলছে৷

শুধু প্রতীকী সাক্ষাৎ নয়, ট্রাম্প কোরীয় উপদ্বীপে সংকটের অবসান করতে বদ্ধপরিকর৷ আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ শেষ করতে চান তিনি৷ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আসন্ন শীর্ষ বৈঠকের প্রতি তাঁর ‘আশীর্বাদ' রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প৷ সেখানে সংকটের অবসানের লক্ষ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে৷

ট্রাম্প ও কিমের সম্ভাব্য শীর্ষ বৈঠকের জন্য জায়গা বাছাইয়ের কাজ চলছে৷ মোট ৫টি জায়াগার মধ্যে একটিতে এই ঐতিহাসিক সাক্ষাৎ হতে পারে৷ চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া অথবা কোরীয় সীমান্তে নিরপেক্ষ এলাকায় পানমুনজং গ্রামে বৈঠক অনুষ্ঠিত হতে পারে৷

ফ্লোরিডায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ট্রাম্প কোরীয় সংকট নিয়ে আলোচনা করেছেন৷ আবে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন৷ ট্রাম্প বলেন, সম্ভবত মে মাসের শেষে অথবা জুন মাসের শুরুতে কিম জং উন ও তাঁর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি৷ ট্রাম্প সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, তার আগে দুই পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি না হলে আদৌ কোনো শীর্ষ বৈঠক না-ও হতে পারে৷ সে ক্ষেত্রে তিনি আগের মতোই কড়া পথে চলবেন৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য