1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহায্যের বদলে সাহায্য!

১০ সেপ্টেম্বর ২০১০

পাকিস্তানের বন্যার্তদের সাহায্য করতে চান? অনেক উপায়েই সেটা সম্ভব৷ কিন্তু আজ এমন একটা উপায়ের কথা বলবো যেটাতে আপনার নিজেরও সাহায্য হবে৷

https://p.dw.com/p/P8kt
পাকিস্তানের বন্যার্তরা খাদ্যের জন্য যুদ্ধ করছেছবি: AP

চলে যান www.freerice.com ওয়েবসাইটে৷ সেখানে পাবেন একটি ইংরেজি শব্দ৷ তার নিচে থাকবে আরও চারটি শব্দ৷ যার মধ্যে একটি হলো প্রথম ইংরেজি শব্দের অর্থ বা সমার্থক শব্দ৷ আপনার কাজ হলো সঠিক শব্দটি বেছে নেয়া৷ আর উত্তর সঠিক হলেই ১০টি চাল পাবেন আপনি৷ যেটা বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমে চলে যাবে পাকিস্তানের বন্যার্তদের কাছে৷ এভাবে যত ইচ্ছা চাল পাঠাতে পারবেন আপনি৷ উত্তর ভুল হলে সঠিক উত্তরটি জানিয়ে দেয়া হবে৷ ফলে আপনি নতুন একটি শব্দের সঙ্গে পরিচিত হতে পারবেন৷ এভাবে বেড়ে যাবে আপনার ইংরেজি শব্দের ভান্ডার৷

মনে প্রশ্ন জাগতে পারে এই চালের মূল্যটা কে পরিশোধ করবে? উত্তর হলো – বিজ্ঞাপনদাতা৷ আপনার উত্তর সঠিক হলে নিচে একটি বিজ্ঞাপন দেখতে পাবেন৷ সেটি যে কোম্পানির বিজ্ঞাপন তারাই দেবে চালের দাম৷

২০০৭ সালে চালু হয়েছে এই ওয়েবসাইটটি৷ জানা গেছে, প্রতিদিন প্রায় চল্লিশ হাজার ইন্টারনেট ব্যবহারকারী এই খেলা খেলে থাকে৷ এভাবে এ পর্যন্ত যে পরিমাণ চাল সংগ্রহ করা হয়েছে তা দিয়ে প্রতিদিন ৪২ লাখেরও বেশি মানুষকে খাওয়ানো যাবে!

তাহলে আর দেরি কীসের? এখনই চলে যান ওয়েবসাইটটিতে৷ নেমে পড়ুন মানুষের সাহায্যে৷ সঙ্গে বাড়তি পাওনা নিজের ইংরেজির উন্নতি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার