1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালমান বাট এবং মোহাম্মদ আমির ফিরতে চান দলে

৫ জানুয়ারি ২০১১

পাকিস্তানি দুই ক্রিকেটার সালমান বাট এবং মোহাম্মদ আমির আবারো পাকিস্তানের হয়ে খেলতে চান৷ গত অক্টোবর মাসে তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ আনা হয়৷ এই অভিযোগের প্রেক্ষিতে দোহায় শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে ট্রাইবুনাল৷

https://p.dw.com/p/ztrJ
Salman Butt
পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটছবি: AP

গত বছর ইংল্যান্ডে একটি ট্যুরের সময় ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ আনা হয় এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে৷ তারা ইচ্ছাকৃতভাবে নো-বল করেছে – সেটাই ছিল অভিযোগ৷ অবশ্য দুই ক্রিকেট তারকাই তা অস্বীকার করেন৷

তবে এত কিছুর পরও এই দুই ক্রিকেট তারকা পাকিস্তানের হয়ে আবারো খেলতে চান৷ তারা বলেন, ক্রিকেটের প্রতি ভালবাসার কারণে আবারো তারা মাঠে ফিরতে চান৷ সালমান বাট বলেন, যে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে – তা থেকে একটি শিক্ষা তিনি গ্রহণ করেছেন৷ তিনি বেশ জোর দিয়েই বলেন, আমি ক্রিকেট পাগল, ক্রিকেট ভালবাসি৷ তবে আমি কখনোই কোনো ধরণের অন্যায় কাজ করিনি৷

আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, আমি বিশ্বাস করি খুব শীঘ্রই আমি আমার দেশের জন্য আবারো খেলবো৷ এসব অভিযোগ থাকা সত্ত্বেও আমি নিয়মিত ক্রিকেট খেলেছি৷ প্র্যাকটিসের কোনো কমতি কখনোই হয়নি৷ যেকোন মুহূর্তে ডাক এলেই আমি খেলতে যাবো, আমি খেলবো – এ কারণেই আমি নিজেকে সবসময় প্রস্তুত রাখছি৷

এদিকে, অ্যাশেজ কাপ জিততে যাচ্ছে ইংল্যান্ড৷ এ্যালায়েস্টার কুক করেছেন ১৮৯ রান৷ আয়ান বেল করেছেন ১১৫৷ তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৮ রান৷ প্রথম ইনিংসে ইংল্যান্ড এগিয়ে রয়েছে ২০৮ রানে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক