1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সারাদেশে ২২৫টি কোভিড আইসিইউ বেড ফাঁকা

২৮ জুন ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোববার জানানো হয়েছে, সারাদেশের করোনা চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর ৪২১টি আইসিইউর মধ্যে ১৯৬টিতে রোগী ভর্তি আছেন৷

https://p.dw.com/p/3eRzo
Bangladesch | Coronavirus | Suhrawardy Medical College and Hospital in Dhaka
ছবি: picture-alliance/abaca/S. Kanti Das

ব্রিফিংয়ে দেশের হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতার চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা৷ জানান বর্তমানে ঢাকা মহানগরে কোভিড-১৯ রোগীদের জন্য নিবেদিত হাসপাতালগুলোতে মোট পাঁচ হাজার ৯৮৫ টি সাধারণ শয্যা রয়েছে, আইসিইউ রয়েছে ২০২টি৷ সারাদেশের হাসপাতালগুলোতে কোভিড-১৯ আক্রান্তদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৩৪৮টি আর আইসিইউ রয়েছে ৪২১টি৷ এগুলোতে ‘হাই ফ্লো নেজাল ক্যানোলা’ ১০২টি, আর ‘অক্সিজেন কনসেন্ট্রেটর’ রয়েছে ৯৮টি৷

বর্তমানে সারাদেশে সাধারণ বেডে কোভিড আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন চার হাজার ৮৯৮ জন৷ আইসিইউ বেডের মধ্যে ১৯৬টিতে রোগী ভর্তি রয়েছেন৷ গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ এ আক্রান্ত ৬০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ছাড়া পেয়েছেন ৫৯০ জন৷       

২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ জনে, যা মোট শনাক্তের ১.২৬ শতাংশ৷

একদিনে মোট পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯৯টি নমুনা৷ এর মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৯ জন৷ পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২১.০৫ শতাংশ৷ বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে৷

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৪৩ জনের মধ্যে ৩১ জনই ছিলেন পুরুষ আর ১৪ জন নারী৷ ২১ থেকে ৩০ বছর বয়সী ছিলেন দুইজন এবং ৩১ থেকে ৪০ এর মধ্যে ছিলেন একজন৷ বাকিদের বয়স এর বেশি৷ ৩০ জনই মারা গেছে হাসপাতালে৷

এফএস/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান