1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সামহয়্যার ইন' পেল রেড হেরিং পুরস্কার

২৩ নভেম্বর ২০১০

ডয়চে ভেলের সহযোগী ব্লগ সাইট ‘সামহয়্যার ইন' এবছরের রেড হেরিং এশিয়া টপ ১০০ টেক স্টার্টআপ হিসেবে নির্বাচিত হয়েছে৷ এর আগে কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান এই সম্মান অর্জন করে নি৷

https://p.dw.com/p/QFiN
ডয়চে ভেলের ‘ববস্’এর অন্যতম বিচারক সৈয়দা গুলশান ফেরদৌস জানাছবি: DW

চীনের শাংহাই শহরে রেড হেরিং গত ১৬ই নভেম্বর তার টপ ১০০ এশিয়া এ্যাওয়ার্ড ঘোষণা করেছে৷ ‘সামহয়্যার ইন'এর প্রতিষ্ঠাতা সৈয়দা গুলশান ফেরদৌস জানা ও আরিল ক্লোক্কেরহৌগ সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই সুখবর দেন৷ এশিয়ায় যেসব বেসরকারি প্রতিষ্ঠান উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তির মাধ্যমে বিশেষ ভূমিকা রেখে চলেছে, তাদের কাজকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার দেওয়া হয়৷

Arild Klokkerhaug, Alex Vieux
রেড হেরিং পুরস্কার হাতে আরিল ক্লোক্কেরহৌগ এবং এ্যালেক্স ভিওছবি: Syeda Gulshan Ferdous Jana
Jana
‘সামহয়্যার ইন'এর সৈয়দা গুলশান ফেরদৌস জানাছবি: DW

২০১০ সালে ডয়চে ভেলের ষষ্ঠ বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ প্রতিযোগিতার সহযোগী হিসেবে ছিল সামহয়্যার ইন ব্লগ৷ ১২ জন বিচারকের একজন ছিলেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়