1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক প্রতিরক্ষা চুক্তি প্রত্যাহার করবে উত্তর কোরিয়া

২৭ মে ২০১০

উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে করা সামরিক প্রতিরক্ষা চুক্তি প্রত্যাহার করতে যাচ্ছে৷ দক্ষিণ কোরিয়ার সঙ্গে দুর্ঘটনা জনিত নৌ সংঘর্ষ প্রতিরোধে এই চুক্তি করা হয়েছিল৷ বৃহস্পতিবার এই চুক্তি প্রত্যাহার সম্পর্কিত ঘোষণাটি দিল৷

https://p.dw.com/p/NYT7
ডুবে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার যুদ্দ জাহাজ৷ নাবিকদের উদ্ধার চেষ্টায় পাশে উপকূল রক্ষীদের একটি জাহাজছবি: AP

গত মার্চে টর্পেডো মেরে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধ জাহাজ উত্তর কোরিয়া ডুবিয়ে দিয়েছে, দক্ষিণ কোরিয়ার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব হিসেবে উত্তর কোরিয়া এই ঘোষণা দিল৷ উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজটি ডুবে গেছে, আন্তর্জাতিকভাবে এই ঘটনার প্রমাণ পাওয়া গেলেও উত্তর কোরিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে৷

Südkoreanisches Schiff gesunken Flash-Galerie
ডুবে যাওয়া জাহাজের নিখোঁজ নাবিকদের খোঁজে তল্লাশির পর, ফিরে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর সদস্যরাছবি: AP

উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া যদি দুই দেশের সীমান্ত সংলগ্ন বিতর্কিত জলসীমা অতিক্রম করে, তাহলে উত্তর কোরিয়া তাৎক্ষনিকভাবে হামলা চালাবে৷ দেশটির সরকারি সংবাদ সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে৷ এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে হওয়া আগের সমস্ত চুক্তি প্রত্যাহার করার ঘোষণা আগেই দিয়েছিল উত্তর কোরিয়া৷ উল্লেখ্য, গত মঙ্গলবারই উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়৷

এদিকে উত্তর কোরিয়ার যেকোন ধরনের হামলা প্রতিহত করতে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী সাবমেরিন প্রতিহত করার মহড়া শুরু করেছে৷ একদিনের এই মহড়াতে অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রায় দশটি যুদ্ধ জাহাজ৷ এর মধ্যে একটি তিন হাজার টনের৷ তার সঙ্গে যোগ দেয় তিনটি পেট্রোল বোট৷ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়নহাপ সংবাদ সংস্থা জানায়, মহড়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগ মহড়ার মধ্যে দিয়ে এই প্রথম জাহাজডুবি সম্পর্কে প্রকাশ্যে কোন ধরনের প্রতিক্রিয়া দেখালো৷

ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কয়েক ঘন্টার জন্যে বুধবার সৌল সফর করেন৷ তিনি দুই কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সঙ্কট নিয়ে দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে আলোচনা করেছেন৷ এদিকে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার ব্যাপারটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়ে উত্তর কোরিয়াকে কোন ধরনের দোষারোপ করার পরিকল্পনার কথা এখনও পর্যন্ত চীন জানায়নি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন