1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাভারকরের ছবি নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা

১৬ আগস্ট ২০২২

সাভারকরের ছবি সহ ব্যানার লাগানো নিয়ে কর্ণাটকে সাম্প্রদায়িক উত্তেজনা। চারজন গ্রেপ্তার।

https://p.dw.com/p/4FbC5
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি। ছবি: Hindustan Times/IMAGO

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের শিবমোগায়। সাভারকরের একটি ব্যানার লাগানোর কিছুক্ষণ পর একদল মানুষ সেই ব্যানার ছিঁড়ে দেয়। তারা টিপু সুলতানের ছবি সহ একটি ব্যানার লাগায়। এই ঘটনাকে ঘিরে শুরু হয় সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘর্ষ।

পুলিশ গিয়ে টিপু সুলতানের ব্যানারটি খুলে নেয়। শিবমোগার পুলিশ প্রধান জানিয়েছেন, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী দুই দিন স্কুল বন্ধ থাকবে।

পুলিশের বক্তব্য, চারজন যুবক একজনকে ছুরি মারছিল। সেসময় পুলিশ সেখানে পৌঁছায়। চারজনের মধ্যে একজন তাদের আক্রমণ করেছিল বলে পুলিশের দাবি। অন্যদের দাবি, সে পালাচ্ছিল। তখন পুলিশ তার পায়ে গুলি করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

টিপু সুলতানকে নিয়ে আরএসএস-বিজেপি-র আপত্তি আছে। আরএসএস মনে করে, টিপু সুলতান হিন্দুদের উপর প্রবল অত্যাচার করেছেন। এর আগেও কংগ্রেস আমলে টিপু-জয়ন্তী পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তখন সঙ্ঘ পরিবার প্রবল আন্দোলন করে।

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে জওহরলাল নেহরুর ছবি বাদ দিয়ে সাভারকরের ছবি সহ বিজ্ঞাপন প্রকাশ করেছে রাজ্য সরকার। তার তীব্র প্রতিবাদ করেছে বিরোধী কংগ্রেস। বিজেপি মুখপাত্র জানিয়েছেন, নেহরুর জন্য দেশভাগ হয়েছে। তাই নেহরুর ছবি বাদ দেয়া হয়। প্রদেশ কংগ্রেস প্রধান শিবকুমার বলেছেন, সরকারকে ক্ষমা চাইতে হবে। আর প্রধানমন্ত্রীর উচিত, মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, এনডিটিভি)