1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাপ দেখিয়ে জেরা!

১৩ ফেব্রুয়ারি ২০১৯

ইন্দোনেশিয়ার পুলিশের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷ জেরা করতে সাপের ভয় দেখানোর এই অভিনব ভিডিওটি বর্তমানে সোশাল মিডিয়ার ‘হট কেক'!

https://p.dw.com/p/3DGmM
Kleine Speikobra
ছবি: picture-alliance/dpa

মোবাইল চুরির সন্দেহে এক যুবককে আটক করে ইন্দোনেশিয়ার পুলিশ৷ জেরা চলাকালীন যুবকের গায়ে ছেড়ে দেওয়া হয় বিশাল আকারের একটি সাপ!

শুধু তাই নয়, পুলিশকর্মীরা যুবকের মুখের ভেতর সাপ ছেড়ে দেওয়ারও ভয় দেখান৷

অদ্ভুত এই জেরার ভিডিও বর্তমানে সোশাল মিডিয়ায় তোলপাড় তুলেছে৷

মানবাধিকারকর্মীরা এই ঘটনাকে দেখছেন পাপুয়া অঞ্চলের মানুষের প্রতি অহরহ ঘটতে থাকা অবিচারের অংশ হিসাবে৷

ভিডিওটি ভাইরাল হবার পর কর্তৃপক্ষের তরফে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া হয়েছে৷ কিন্তু ফেসবুক থেকে টুইটার বা ইউটিউব- সর্বত্র ছড়িয়ে পড়েছে সাপ-জেরার এই অদ্ভুত চিত্র৷

প্রথম ছয় ঘণ্টায় ফেসবুকে একটি ভিডিওই দেখা হয়েছে তিন লক্ষবার!

ইউটিউবেও ঘটনাটির একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে৷সেই ভিডিওগুলিও দেখা হয়েছে লক্ষবারের কাছাকাছি৷

এসএস/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য