1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাধারণ হয়েও তিনি অসাধারণ

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৯ জুন ২০১৭

তিনি কলকাতা পুলিশের কনস্টেবল৷ কিন্তু অরূপ অসাধারণ তাঁর মহত্বে৷ এমন এক কাজ তিনি করছেন, যা অতি বড় বিত্তবানকেও কদাচিৎ করতে দেখা যায়৷ পুরুলিয়ার অনগ্রসর শবর সম্প্রদায়ের ছেলে-মেয়েদের জন্য একটা অবৈতনিক স্কুল করেছেন অরূপ৷

https://p.dw.com/p/2eweo

প্রতি মাসে নিজের বেতনের প্রায় ৯০ শতাংশই সেই স্কুলের পেছনে খরচ করেন তিনি৷ কেন?‌ না শবরদের ছেলে-মেয়েকে তিনি পড়াশোনা শিখিয়ে সামাজিক সম্মান ফিরিয়ে দিতে চান৷ যে শবররা পরিচিত হিংসাপ্রবণ, অপরাধপ্রবণ সম্প্রদায় হিসেবে৷ শবর পরিবারের ছেলে মানেই সে চোর হবে — এই আদ্যিকালের অপবাদ তিনি ঘোচাতে চান৷ কারণ, তিনি জেনেছেন, দু’টি কারণে মানুষ অপরাধমুখী হয়, পেটে বিদ্যে না থাকলে, আর পেটে খাবার না থাকলে৷ তাই অরূপ মুখোপাধ্যায়ের শপথ, তিনি শবরদের পড়াশোনা শেখাবেন, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, রোজগার করতে পারে, পেটের ভাতের ব্যবস্থা নিজেরাই করতে পারে৷ বহু সমাজসেবক, বহু স্বেচ্ছাসেবী সংগঠন সমাজকল্যাণে নানা ধরনের উদ্যোগ নেয়৷ কিন্তু অরূপ মুখোপাধ্যায়ের মতো এ রকম একার লড়াই লড়ে যাওয়ার সাহস, ইচ্ছে এবং আন্তরিকতা তারাও অনেকে দেখাতে পারে না৷