1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাত দিনে মারা গেছে ২৫টি শিশু

২৬ নভেম্বর ২০১০

বিএনপি সাংসদদের জাতীয় সংসদ থেকে পদত্যাগের আশঙ্কা দেখা দিয়েছে৷ তবে সরকারি দল তাতে কোন সংকট দেখছে না৷ রয়েছে ছাত্র আহতের ঘটনায় ৩০টি গাড়ি ভাঙচুরের খবর৷ এসবই আজকের গণমাধ্যমের মূল শিরোনামে জায়গা করে নিয়েছে৷

https://p.dw.com/p/QIiX
নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা (ফাইল ফটো)ছবি: UNI

পদত্যাগ করতে পারেন বিএনপি সাংসদরা

জাতীয় সংসদ থেকে বিএনপি সাংসদদের পদত্যাগ ইস্যু নিয়ে বেশ সরব আজকের গণমাধ্যম৷ দৈনিক প্রথম আলো'র শিরোনাম, বিএনপি আর সংসদে ফিরবে না: সাকা৷ বৃহস্পতিবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন সাকা চৌধুরী৷ এসময় তিনি বিএনপি সাংসদদের পদত্যাগপত্রে সই নিয়ে রাখার সত্যতা স্বীকার করেন৷ অবশ্য বিএনপি সাংসদরা পদত্যাগ করলেও তা কোন ধরনের সঙ্কট সৃষ্টি করবে না বলে দাবি করেছেন সরকার দলীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, সংসদ সদস্যরা পদত্যাগ করলে কীভাবে তা পূরণ করতে হয়, তা সংবিধানেই বলা রয়েছে৷ এদিকে দৈনিক কালের কণ্ঠ জানিয়েছে, পদত্যাগপত্রে সই নিয়ে রাখা হলেও এখনই সংসদ থেকে পদত্যাগ করছে না বিএনপি৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি ভাঙচুর

দৈনিক ইত্তেফাকসহ কয়েক দৈনিক দিয়েছে এই খবর৷ শিরোনাম, গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ৷ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের ছাত্র সাধন কুমার ঘোষ গাড়ি চাপায় আহত হয়৷ এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় কমপক্ষে ৩০টি গাড়ি ভাঙচুর করে৷ এক কলেজছাত্রী গাড়ি চালনা শেখার সময় এই দুর্ঘটনা ঘটে৷ ফলে তার গাড়িটি ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা৷ এদিকে ডাক্তাররা জানিয়েছেন, আহত সাধন আশঙ্কামুক্ত৷ তাঁর মাথার জখমটিও গুরুতর নয়৷

মোবাইল সেবাদাতাদের অবৈধ আয়

দৈনিক যুগান্তর এর শিরোনাম, হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে মোবাইল অপারেটররা৷ বাংলাদেশের প্রধান চারটি মোবাইল সেবাদাতা সংস্থা অবৈধ ভিওআইপি'র মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে৷ ধরা পড়ে অবশ্য এজন্য জরিমানাও দিয়েছে সংস্থাগুলো৷ কিন্তু নিয়ম অনুযায়ী এই অপরাধে এসব মোবাইল সেবাদাতার লাইসেন্স বাতিল হবার কথা ছিল৷ অজ্ঞাত কারণে সেটা হয়নি৷ ফলে আবারো শুরু হয়েছে অবৈধ ভিওআইপি বাণিজ্য৷

শিশু মৃত্যু

‘কক্সবাজারে সাতদিনে ২৫টি শিশুর মৃত্যু'৷ ঠাণ্ডাজনিত কারণে কক্সবাজার ও পার্বত্য বান্দরবনে শত শত শিশু নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে৷ ইতিমধ্যে মারাও গেছে বেশ কয়েকটি শিশু৷ দৈনিক প্রথম আলো দিয়েছে এই খবর৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন