1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর

১৯ এপ্রিল ২০১১

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার সালাউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ১দিনের রিমান্ড মঞ্জুর করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷

https://p.dw.com/p/10wXo
সালাউদ্দিন কাদের চৌধুরীছবি: Harun Ur Rashid

তাকে রাজধানী ঢাকার ধানমন্ডিতে স্থাপিত সেফ হোমে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে৷ আদলতে ১৯ শে জুনের মধ্যে সাকা চৌধুরীর ব্যাপারে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে বলেছেন৷

সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আদলতে হাজির করা হয়৷ ট্রাইব্যুনালের প্রসিকউশন টিম তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবদন করে৷ আবেদনে বলা হয়, সাকা চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তা যাচাই বাছাইয়ের জন্য তাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন৷ আদালত চিকিৎসকের উপস্থিতিতে তাকে ১ দিনের জন্য সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন৷ একথা জানান প্রসিকিউটর জেয়াদ আল মালুম৷

চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, সাকা চৌধুরী আদালতে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন৷ তার আচরণ আদালতের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করছে৷

আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরী অভিযোগ করেন, গ্রেফতারের পর তার ওপর নির্যাতন করা হয়েছে৷ তবে আদালত বলেন, তাকে আপাতদৃষ্টিতে সুস্থ মনে হচ্ছে৷ তার আইনজীবী দানিয়া খন্দকার দাবি করেন, সাকা চৌধুরি আদলতে জোরে কথা বলায় তাকে সুস্থ মনে হতে পারে৷ কিন্তু আসলে তিনি অসুস্থ৷

আদালত সাকা চৌধুরীকে সহায়তার জন্য আইনজীবী নিয়োগের আদেশ দিয়েছেন৷

এদিকে সকালে তার আইনজীবী এবং তার পরিবারের সদস্যদের ট্রাইব্যুনালে প্রবেশে বাধা দিলে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়৷ পরে আদালত বলেন, ট্রাইব্যুনালে প্রবেশের ক্ষেত্রে মামলা-সংশ্লিষ্ট আইনজীবীরা প্রাধান্য পাবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক