1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরেজমিন নারায়ণগঞ্জ: ইভিএম-এ কিছুটা বিপত্তি

হারুন উর রশীদ স্বপন নারায়ণগঞ্জ থেকে
১৬ জানুয়ারি ২০২২

শান্তিপূর্ণ ও অনিয়মের অভিযোগহীন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যা বিপত্তি ছিলো ইভিএম নিয়ে৷ এছাড়া তরুণ ভোটারদের স্মার্ট কার্ড না থাকায় তারাও সমস্যায় পড়েন৷ বাকি ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি দেখা গেছে ভোটারদের মধ্যে৷

https://p.dw.com/p/45bQd
শান্তিপূর্ণ ও অনিয়মের অভিযোগহীন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যা বিপত্তি ছিলো ইভিএম নিয়ে৷ এছাড়া তরুণ ভোটারদের স্মার্ট কার্ড না থাকায় তারাও সমস্যায় পড়েন৷ বাকি ব্যবস্থাপনা নিয়ে স্বস্তি দেখা গেছে ভোটারদের মধ্যে৷
ছবি: bdnews24.com

রোববার সকাল ৮ টায় ভোট শুরুর কিছুক্ষণ পরেই নারায়ণগঞ্জের ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার৷ মেয়র পদে তিনি এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকের সেলিনা হায়াত আইভীই ছিলেন মূল প্রতিদ্বদ্বী৷ ভোট দেয়ার পর তৈমুর জানান, ‘‘এখন পর্যন্ত যা দেখছি তাতে মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে৷'' ওই কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগে থেকেই ভোটারদের লাইন ছিলো৷ ভোটাররাও নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন৷ জানান, স্বাধীনভাবে তারা ভোট দিতে পারছেন৷ কোনো চাপ বা প্রভাবিত করার কোনো প্রচেষ্টা নেই৷

‘ইভিএমে আঙ্গুলের ছাপ মিলছে না’

সেলিনা হায়াৎ আইভী ভোট দেন সকাল ১১ টার দিকে শিশুবাগ স্কুলে৷ সেখানে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো৷ সকাল সাড়ে ৯টার দিকে স্কুল মাঠ ছিলো লোকে লোকারণ্য৷ ভোটারদের লাইন সামলাতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছিলেন৷ এই কেন্দ্রে ৯০ বছর বয়সি জাহেদা বেগম ভোট দিতে এসে সবার দৃষ্টি কাড়েন৷ তাকে নিয়ে এসেছিলেন তার মেয়ে এবং ছেলের বউ৷ ভোট দেয়ার পর জাহেদা বেগম জানান, ‘‘আর বাঁচব কী না জানি না৷ তাই সর্বশেষ ভোট দিতে এসেছি৷ আমি যাকে ভোট দিয়েছি তিনি জয়ী হলে সবার জন্য কাজ করবেন আশা করি৷'' তিনি গত সিটি নির্বাচনেও ভোট দিয়েছেন৷ তার পুত্রবধূ জানান, ইভিএম-এ তার একার পক্ষে ভোট দেয়া সম্ভব না৷ তাই প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে তার পছন্দের প্রতীকে তিনি ভোট দানে সহায়তা করেছেন৷ এই কেন্দ্রে ভোট দিতে এসে আইভী নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন৷

দুপুরে আদর্শ স্কুলে নারী ভোটারদের কেন্দ্রে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন বয়স্ক নারী ভোটার ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ভোট দিতে পারছেন না৷ জানা গেল তাদের হাতের ছাপ ইভিএম মেশিন গ্রহণ না করায় তারা ভোট দিতে পারছেন না৷ বারবার চেষ্টার কারণে লাইনে দাঁড়ানো অন্য নারী ভোটাররাও অপেক্ষায় ছিলেন৷ হাতি প্রতীকের এজেন্ট মাহমুদা আক্তার অভিযোগ করেন, ‘‘অনেক নারী ভোটার বিশেষ করে যারা বয়স্ক তাদের বড় একটি অংশের হাতের ছাপ মিলছে না৷ অনেকে তাই বিরক্ত হয়ে ভোট না দিয়েই চলে গেছেন৷''

কয়েকজন ভোটার অভিযোগ করেন, অনেক চেষ্টা করেও তারা ভোট দিতে পারছেন না৷ হাতের আঙ্গুলে ভ্যাসলিন মাখা হয়েছে, লেবু মাখা হয়েছে তারপরও কাজ হচ্ছে না৷ এই কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট লাকী আক্তারও একই অভিযোগ করেন৷

কেন্দ্রের পোলিং অফিসার মরিয়ম আক্তার বলেন, ‘‘তারা চেষ্টা করছেন৷ সব কিছু ঠিক থাকলে তারা ভোট দিতে পারবেন৷ কারণ মোট ভোটের শতকরা ১০ ভাগ ভোট এই ধরনের জটিলতার জন্য প্রিজাইডিং অফিসার ভোটারদের চাহিদামত জায়গায় দিতে পারেন৷'' তবে আরেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান তার শতকরা ১০ ভাগের ক্ষমতা প্রায় শেষ৷ এখন কিছু করার নেই৷

এই কেন্দ্রের ভোটাররা ভবিষ্যত মেয়রের কাছে গ্যাস, পানি, চিকিৎসা এবং শিক্ষা সমস্যার সমাধান চেয়েছেন৷
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোট ২৭টি ওয়ার্ডে ভোট কেন্দ্র ১৯২টি৷ ভোট বুথ এক হাজার ৩৩৩টি৷ যদি কোনো সংকট হয় তা বিবেচনায় নিয়ে প্রায় দেড়গুণ বেশি ইভিএম মেশিন নেয়া হয়৷


সাত জন মেয়র প্রার্থী, ২৭টি ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ১৪৫ জন৷ বিকেলের দিকে ভোট শেষ হওয়ার ৪৫ মিনিট আগে সবচেয়ে বড় ভোট কেন্দ্র নারায়ণগগঞ্জ ক্লাবের পাশে ম্যাজিষ্ট্রেট কোর্ট কেন্দ্রে গিয়ে দেখা যায় বেজায় ভীড়৷ এখানে নয় হাজার ভোটার৷ এখানেও ইভিএম জটিলতা৷ একজনকে পাওয়া যায় তিনি দুপুর ১২টার সময় গিয়ে তখনো ভোট দিতে পারেননি৷ অনেক ভোটার তখন ভোট দেয়ার আশাই ছেড়ে দিয়েছেন৷ তবে পোলিং অফিসার নিয়ামুল হোসাইন দাবী করেন, ‘‘তারা ভুল তথ্য নিয়ে ভোট দিতে আসায় এই জটিলতা৷ অনেকের ভোটার নাম্বার ঠিক নাই৷ ভোটার আইডি কার্ড আনেননি৷’’

‘ভোট দিতে পারব বলে মনে হয় না’

নারায়ণগঞ্জে এবার ৪০ হাজারের মতো নতুন তরুণ ভোটার ছিলেন৷ তোলারাম কলেজ কেন্দ্রে এরকম কয়েকজন তরুণ ভোটার জানান, এখনো স্মার্ট কার্ড না হওয়ায় তারা ভোট দিতে পারেননি৷

বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বিকেলের দিকে আদর্শ কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন৷ তিনি ভোট দেবেন কী না তা নিয়ে সারা দিনই নানা জল্পনা চলছিলো৷

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নারায়ণগঞ্জ থেকে ফিরে বিকেলে ঢাকায় সাংবাদিকদের বলেছেন , ‘‘কুমিল্লা এবং নারায়ণগঞ্জের নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে সর্বোত্তম নির্বাচন৷” তবে আচরণবিধি লঙ্ঘনের পরও একজন সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন৷

এদিকে ভোট গণনা শুরু হওয়ার পর দেখা যাচ্ছে সেলিনা হায়াৎ আইভী এগিয়ে আছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য