‘সরকার যখন ধরা পড়ে, তখন শুরু হয় নাটক’ | পাঠক ভাবনা | DW | 22.06.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সরকার যখন ধরা পড়ে, তখন শুরু হয় নাটক’

ক্রসফায়ারের পাশাপাশি জঙ্গিদের গুলি করে হত্যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশে৷ এ সম্পর্কে কি সরকার কিছু আড়াল করছে? চলুন জানা যাক বিষয়টি নিয়ে ফেসবুক পাতায় আমাদের পাঠকরা কী বলছেন৷

‘‘বাংলাদেশে কোনো জঙ্গি নাই, সাধারণ মানুষই খুন হচ্ছে৷ এবং ভিন্নমতের লোকজন হত্যা করাই বাংলাদেশের ঐতিহ্য-’’ জঙ্গিদের গুলি করে হত্যা করা সম্পর্কে এই মন্তব্য করেছেন পাঠক এম কে জেড রাজকুমার৷

সালেক মোহাম্মদ মনে করেন ‘‘ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ব়্যাবকে এখন ম্যাজিসেট্রটের অধীনে দিয়ে দেওয়ার সময় হয়েছে৷’’

অন্যদিকে মোহাম্মদ মিজান কিন্তু আজও ভোলেননি ২১ আগষ্টের গ্রেনেড হামলার কথা, কারণ, তখন ‘আইভি রহমানের মতো ভালো মানুষকেও প্রাণ দিতে হয়েছিল৷’ পাশাপাশি তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কথাও লিখেছেন৷ সলিমান সুমনও কিন্তু পাঠক মিজানের সাথে একমত৷

আর ক্রসফায়ারের পাশাপাশি জঙ্গিদের গুলি করে হত্যার জন্য ডয়চে ভেলের পাঠক কাজি মানিক কিন্তু সরকারকেই দায়ী করছেন৷ তাঁর ভাষায়, ‘‘ সরকার যখন ধরা পড়ে, তখন শুরু হয় নাটক, যদিও বা আগে থেকে নাটকের সংলাপ তৈরি থাকে৷ এর জন্য সরকারের আলাদা মন্ত্রণালয আছে, সেখান থেকে সবকিছু ট্রেনিং দেওয়া হয়৷ যেমন পুলিশলীগ কি বলবে, ব়্যাব কী বলবে, দালাল লীগ কী বলবে, নেতা কী বলবে, আবার মুরগি লীগ কী বলবে৷ সব কিছু ওখান থেকে তৈরি হয়৷’’



সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন